Advertisement
Advertisement
Ananya Pandey

প্রেম করছেন আদিত্যর সঙ্গে, তবে মায়ের পছন্দ কার্তিক! অনন্যা বিয়ে করবেন কাকে?

ফ্যাসাদে অনন্যা পাণ্ডে!

Bhavana Panday finds ananya looks the best with kartik aaryan| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 9, 2023 8:42 pm
  • Updated:November 9, 2023 9:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাণ্ড দেখুন! এ যেন একেবারে সিনেমার চিত্রনাট্য়। একদিকে মেয়ের পছন্দ আদিত্য রায় কাপুরকে। অন্যদিকে ‘জামাই’ হিসেবে মা চান কার্তিককে! মহা ফ্য়াসাদে অনন্যা পাণ্ডে।

ব্য়াপারটা একটু খোলসা করা যাক বরং। সম্প্রতি ‘কফি উইথ করণে’ এসে আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁর প্রেম, বন্ধুত্ব নিয়ে খোলাখুলি কথা বলেছেন অনন্য়া পাণ্ডে। প্রেম ও প্রেমিকা বোঝাতে বার বার টেনেছেন ‘আশিকি’ ও ‘নাইটম্যানেজার’ প্রসঙ্গ! পরিষ্কারই বুঝিয়ে দিয়েছেন, আপাতত আদিত্যর প্রেমের নেশাতেই বুঁদ হয়েছেন তিনি।

Advertisement

অন্যদিকে ‘কফি উইথ করণে’-এর গত সিজনে এসেছিলেন অনন্য়া পাণ্ডের মা ভাবনা। কার্তিক ও আদিত্যর প্রসঙ্গ উঠতে ভাবনা স্পষ্ট জানিয়ে ছিলেন, আদিত্য ভালো, তবে অনন্য়ার পাশে কার্তিককেই বেশি পছন্দ তাঁর!

[আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পরই অবাক কাণ্ড! ‘ও তো আমার নাতনি’, আজব দাবি প্রৌঢ়ের]

সদ্য আদিত্যকে সঙ্গে নিয়ে মালদ্বীপ থেকে ফিরেছেন অনন্য়া। সেই ছবি ও ভিডিও নিশ্চয়ই চোখে পড়েছে অনন্যার মা ভাবনারও। তিনি কিন্তু মেয়েকে বাধা দেননি।

প্রসঙ্গত, ‘কফি উইথ করণ’ শো নিয়ে সমালোচনা-বিতর্কের অন্ত নেই। বহু বড় তারকাদের হাঁড়ির খবর বের করতে করণ জোহরের জুড়ি মেলা ভার! সেলেবদের ব্যক্তিগতজীবন থেকে বেডরুম সিক্রেট একাধিক তথ্য ফাঁস হয়েছে এই শোয়েই। এবার চাঙ্কিকন্যার কীর্তি ফাঁস মেন্টর করণ জোহরের।

[আরও পড়ুন: মিমির পরিবারের কালীপুজোয় এবার বলি বন্ধ, ৩০০ বছর পর কষ্টিপাথরে প্রতিষ্ঠিত হবেন দেবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement