সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অতি উত্তম’ (Oti Uttam)। গোটা সপ্তাহেই হাউজফুল গিয়েছে সেই ছবি। দর্শকদের রায়ে পয়লা সপ্তাহে বক্স অফিসেও প্রায় ২৪ লক্ষ টাকার ব্যবসা করেছে। উত্তম কুমারের সিনেমার ফুটেজ নিয়ে আস্ত একটা ছবি বানানো নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। বিশেষ করে, সংলাপ মিলিয়ে চিত্রনাট্য লেখা বা প্রযুক্তিগতভাবে তো বটেই। এবার সেই ছবি নিয়েই বিস্ফোরক ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee)। যিনি নিজেও উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করেছিলেন টেলিপর্দায়।
সোশাল মিডিয়ায় ভাস্কর লিখেছেন, “‘অতি উত্তম’ চলচ্চিত্র এসেছে। পরিচালক সৃজিত বাবু (Srijit Mukherjee)। সবাই উত্তম-উত্তম করছে। পরিচালক দারুণ একটা কাজ করেছেন। এতে কোনও সন্দেহ নেই। কিন্তু খুবই দুঃখের, সেই যুগ ফিরিয়ে আনতে পারবেন না। এই যুগে সেটা সম্ভবও নয়! সেই প্রযোজক, সেই সংলাপ, সেই গল্প, সেই চিত্রনাট্য, সেই গান, সেই গীতিকার, সেই সুরকার, সেই গায়ক, সেই পরিচালক, সেই সম্পাদক, সেই সব সহ-অভিনেতা, সেই দর্শক,সেই সব মানুষ যারা ক্যামেরার পেছনে কাজ করেন, আসল নায়ক, কেউই নেই! উত্তম কুমার কতটা অসহায়, একা, সেটা বোঝা গেলো। এ যেন একটা ফুলের বাগান থেকে একটা ফুল এনে বসিয়ে দেওয়া হয়েছে! সুতরাং, অনেক তো হল, গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক। তেমন হলে ওঁর অরিজিন্যাল ছবিগুলো সুন্দর করে, রঙিন করে, ধুমধাম করে বাণিজ্যিক হলে পুনরায় রিলিজ করা হোক। ফালতু নয়, সুন্দর ব্যবসা দেবে। আপনাদের উত্তম হোক। কুমারটা আর না-ই বা জুড়লেন!”
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভাস্করের মন্তব্য, “সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে একা উত্তম কুমারই অসহায়। নেই কোনও ভালো গান, ছবিতে কারও অভিনয়ও ভালো নয়। এটা নিছক বালখিল্য বিষয়। এতে মহানায়কের কোনও ক্ষতি হবে না। বরং বাংলা ছবি আরও অধঃপতনে যাবে। এত লেজেন্ড থাকতে উত্তম কুমার কেন বারবার? আসলে উনি এখনও বিক্রয়যোগ্য বস্তু।” মহানায়কের পরিবারই বা কোনও প্রতিবাদ করলেন না কেন? এই প্রশ্নও তুলেছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সৃজিতের ‘অতি উত্তম’-এ কিন্তু গৌরব চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। দু’ দশক আগে ইটিভিতে ‘অতি উত্তম’ নামক একটি টেলিফিল্ম সিরিজ হয়েছিল। যেখানে উত্তম কুমারের ছবিগুলোতেই অভিনয় করেছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, কুণাল মিত্ররা। এবার সৃজিতের ছবিতে প্রযুক্তির কারসাজিতে উত্তম কুমারকে দেখে চটে গেলেন ভাস্কর। তাঁর কথায়, “মহানায়কের হাঁটাচলা দেখার জন্য নতুন কোনও সিনেমা করার দরকার ছিল না। ওঁর সিনেমাগুলো দেখলেই হয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.