Advertisement
Advertisement

Breaking News

Bharti Singh

অস্ত্রোপচার হবে ভারতীর, হাসপাতালে একরত্তি ছেলের জন্য কেঁদে ভাসাচ্ছেন ‘কমেডি ক্যুইন’

অনুরাগীদের কাছে কাতর আর্জি, 'সকলে আমার জন্য প্রার্থনা করুন।'

Bharti Singh was hospitalized to undergo surgery, cries for baby
Published by: Sandipta Bhanja
  • Posted:May 3, 2024 12:57 pm
  • Updated:May 3, 2024 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই হাসপাতালে ভর্তি ভারতী সিং (Bharti Singh)। এইমুহূর্তে তিনি ‘ডান্স দিওয়ানে সিজন ৪’ সঞ্চানলার দায়িত্বে রয়েছেন। তবে বিগত তিন দিন ধরে অসহ্য পেট ব্যথার জেরে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হতে হয়েছে ‘কমেডি ক্যুইন’কে। জানা গিয়েছে, খুব শিগগিরিই তাঁর অস্ত্রোপচার করা হবে।

যা খাচ্ছিলেন, তাতেই নাকি অ্যাসিড হয়ে যাচ্ছিল। কিন্তু কী হয়েছে ভারতীর? হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকদের পরামর্শে একাধিক টেস্ট করাতে হয়েছে তাঁকে। সেখানেই ধরা পড়েছে ‘কমেডি ক্যুইন’-এর গলব্লাডার স্টোন। যার জেরে নিত্যদিন অসহ্য যন্ত্রণায় ভুগছেন তিনি। কোকিলাবেন হাসপাতাল থেকেই একটি ব্লগ পোস্ট করে অনুরাগীদের সঙ্গে সমস্ত তথ্য ভাগ করে নিয়েছেন ভারতী সিং। সেখানেই তাঁকে কাঁদতে দেখা গেল।

Advertisement

[আরও পড়ুন: মাঝরাতে অর্ধনগ্ন হয়ে হোটেল থেকে বেরলেন ব্রিটনি স্পিয়ার্স! এল অ্যাম্বুল্যান্সও, কী হল পপসম্রাজ্ঞীর?]

হাসপাতালে থেকে একরত্তি ছেলে গোলার জন্য খুব মন কেমন করছে ভারতীর। সেই জন্যই ক্যামেরার সামনে কেঁদে ফেললেন। শুধু তাই নয়, গত তিন তিনে এমন অবস্থা হয়েছিল যে, বাড়ির কাউকে ঘুমাতে পর্যন্ত দেননি ‘কমেডি ক্যুইন’। তার জন্যেও অপরাধবোধে ভুগছেন ভারতী। ভক্তদের কাছে অনুরোধও করেন, যাতে তাঁরা দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি কিছু খেতে পারছেন না বলেও জানান। কিছু খেলেই তাঁর পেটে ব্যথা করছে। ভিডিও পোস্ট করতেই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

[আরও পড়ুন: কুলি-বাস কন্ডাকটার থেকে ৪০০ কোটির সুপারস্টার! রজনীকান্তের বায়োপিকে জীবনসংগ্রামের কাহিনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement