সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারত’ ছবিতে ভাইজানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ৷ এই ছবি নিয়ে অনুগামীদের উৎসাহের পারদ ক্রমশই চড়ছে৷ কিন্তু ছবি মুক্তির আগে সময়টা খুব একটা ভাল যাচ্ছে না ক্যাটরিনা কাইফের৷ ভাবছেন তো, কি এমন হল তাঁর৷ গোড়ালিতে চোটের জেরে আপাতত বিছানা শয্যা নিয়েছেন ক্যাট৷ তাই আপাতত বন্ধ ‘ভারত’ ছবির শুটিং৷
আগামী ৫ জুন মুক্তি পাবে আলি আব্বাস জাফরের ‘ভারত’৷ এখনও বাকি ছবির শুটিং৷ তাই ব্যস্ত অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলী সকলেই৷ ‘ভারত’ ছবিতে থাকছে নয়ের দশকের বিখ্যাত গান ‘ও ও জানে জানা’৷ এই গানের শুটিং এখনও বাকি৷ কিন্তু কেন এখনও হল না গানের শুটিং? এই প্রশ্নের উত্তর যদিও ‘ভারত’ ছবির কলাকুশলী কিংবা অভিনেতা-অভিনেত্রীর থেকে পাওয়া যায়নি৷ তবে বি-টাউনের অন্দরে কান পাতলে পাওয়া যাচ্ছে উত্তর৷ কেউ কেউ বলছেন, ছবির শুটিংয়ের সময় নাকি গোড়ালিতে চোট পেয়েছেন ক্যাট৷ চিকিৎসকদের পরামর্শ মতো আপাতত বিশ্রামে রয়েছেন তিনি৷ আর তাই ভাইজানের সঙ্গে গানের শুটিং বাতিল৷ চিকিৎসকের থেকে সবুজ সংকেত মিললে তবেই নাকি ফের ‘ভারত’ ছবির সেটে দেখা যাবে ক্যাটরিনাকে৷ এই পরিস্থিতিতে তাই ছবির গানের দৃশ্যের শুটিংয়ের দিনক্ষণ পিছিয়ে দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই ছবি নির্মাতাদের৷
দক্ষিণ কোরিয়ার ছবি ‘ওড টু মাই ফাদার’ অবলম্বনে তৈরি হচ্ছে আলি আব্বাস জাফরের ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবনের মধ্যে দিয়ে তুলে ধরা হবে ১৯৫০ সাল থেকে বর্তমান পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ইতিহাস। আড়াই ঘণ্টায় দীর্ঘ ৬০ বছরের ইতিহাস তুলে ধরবেন পরিচালক। শোনা যাচ্ছে, হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু এবং মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে ‘ভারত’। সলমন-ক্যাটের পাশাপাশি এই ছবিতে থাকছেন দিশা পাটানি, নোরা ফাতেহি, টাবু এবং জ্যাকি শ্রফও। বিশেষ ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ানকে। চলতি বছর ৫ জুন ইদের দিন মুক্তি পাবে ‘ভারত’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.