Advertisement
Advertisement

Breaking News

Bhai Phonta 2023

বৃদ্ধাশ্রমে ভ্রাতৃদ্বিতীয়া পালনে অরূপ বিশ্বাস, টলিপাড়ার ‘দাদা’কে ফোঁটা জুন-ঐন্দ্রিলা-নুসরতদের

উপস্থিত ছিলেন সৌমিতৃষা, সায়নী ঘোষ, রনিতারাও।

Bhai Phonta 2023: Nusrat, June, Saayoni Ghosh celebrates with Aroop Biswas | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 15, 2023 6:09 pm
  • Updated:November 15, 2023 6:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ভাইফোঁটা উপলক্ষে বাঁশদ্রোণীর নবনীড় বৃদ্ধাশ্রমে চাঁদের হাট। টালিগঞ্জ তৃণমূল কংগ্রেসের তরফে ফি বছর এখানে ভ্রাতৃদ্বিতীয়া উৎসবের আয়োজন হয়। যার নেপথ্যে মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃদ্ধাশ্রমের বয়স্ক দিদিদের থেকে ফোঁটা নেওয়ার পাশাপাশি তাঁর আমন্ত্রণে উপস্থিত হন টলিউড নায়িকারাও। এবছরও তার অন্যথা হয়নি।

অরূপ বিশ্বাসের ভাইফোঁটার আসরে হাজির ছিলেন নুসরত জাহান, ঐন্দ্রিলা সেন, জুন মালিয়া, রনিতা গোস্বামী থেকে মিঠাই খ্যাত সৌমিতৃষা কুণ্ডুও। দাদাসম মন্ত্রীকে ভাইফোঁটা দিলেন টলিউড নায়িকারা। নায়িকারা তো বটেই, এমনকী বৃদ্ধাশ্রমের ভাইফোঁটার আসরে আবাসিক মহিলারাও উপস্থিত থেকে অরূপ বিশ্বাসকে ফোঁটা দিলেন। নাচে, গানে আড্ডায় জমে উঠল অরূপ বিশ্বাসের ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান।

Advertisement

বৃদ্ধাশ্রমে দাঁড়িয়ে তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান বললেন, “দাদা তাঁদের দুঃখ-কষ্ট, যন্ত্রণার কথা ভেবেছেন। যা সকলে মিলে একসঙ্গে ভাগ করে নেব। আর প্রতিবছর কিন্তু এখানকার দিদিমারা অপেক্ষায় বসে থাকেন। তাই আমার কাছে এটা একটা দারুণ অভিজ্ঞতা। ওঁদের মতো গুরুজনদের আশীর্বাদের হাত যখন আমাদের মাথায় থাকে, তখন এটা বিশালপ্রাপ্তি। পৃথিবীর সবথেকে মূল্যবাণ উপহার। ভালোবাসা এবং আশীর্বাদটাই তো বড় প্রাপ্তি।”

[আরও পড়ুন: গ্যালারিতে বসেই বিরাটের জন্য একমনে মন্ত্রজপ অনুষ্কার! ভাইরাল ভিডিও]

যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষের মন্তব্য, “নবনীড়ে আমার যে দিদিমারা রয়েছেন , ওঁরা সকলেই দারুণ। ওঁদের এনার্জি দেখার মতো। খুব মিষ্টি সবাই। আমি বারবার বলি যে, ওঁদের জন্য কখনও কিছু করার সুযোগ পাই না, যেদিন সুযোগ আসবে নিশ্চয়ই করব। তবে এটুকু বলতে পারি, এহেন নিঃস্বার্থ ভালোবাসা আমি খুব কম জায়গায় পেয়েছি।”

[আরও পড়ুন: মুম্বইতেই জমজমাট প্রসেনজিতের ভাইফোঁটা, কলকাতা থেকে উড়ে গেলেন বোন পল্লবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement