Advertisement
Advertisement
Bhagha Jatin Dev

‘স্বাস্থ্য’ উচ্চারণ করতে গিয়ে দুবার হোঁচট! দেবের ড্যামেজ কন্ট্রোল, ‘আমার বাংলা নিয়ে…’

ঠিক কী বললেন অভিনেতা?

Bhagha Jatin Dev mispronounced twice, actor trolled himself | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 1, 2023 4:31 pm
  • Updated:October 1, 2023 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবের (Dev) বাংলা উচ্চারণ নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে কম কানাঘুষো হয় না! সম্প্রতি যখন ‘ব্যোমকেশ’-এর ভূমিকায় অভিনয় করেন, তখনও অনেকে টলিপাড়ার আরেক সত্যান্বেষী অনির্বাণ ভট্টাচার্যের সংলাপ বলার ধরনের সঙ্গে তাঁর তুলনা টেনে খোরাক করেছিলেন। বছর খানের পিছিয়ে গেলে সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে দেবের মূক চরিত্র নিয়েও তথাকথিত ‘হাইপ্রোফাইল’ কফিটেবিলে কম চর্চা হয়নি! কোনওটাই অবশ্য দেবের অজানা নয়। এবার নিজের উচ্চারণ নিয়ে নিজেই রসিকতা করলেন।

‘স্বাস্থ্য’ উচ্চারণ করতে গিয়ে দুবার হোঁচট খেলেন দেব। আর তার ঠিক পরেই বললেন, “আমার বাংলা নিয়ে কোনও কথা নয়, হ্যাঁ!” প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ‘বাঘা যতীন’ (Bhagha Jatin) ছবির ‘বাঘা বাঘা হে’ গানটি রিলিজের জন্য অভিনব পরিকল্পনা ছিল সাংসদ-অভিনেতার। তবে প্রচণ্ড বৃষ্টি তাতে জল ঢেলে দেয়! বাঘা যতীন বয়েজ স্কুলে সেখানকার পড়ুয়াদের নিয়ে গান রিলিজ করার কথা ছিল। তবে বৃষ্টির জেরে সেই প্ল্যান ভেস্তে যায়। ফেসবুক লাইভে এসে তার কারণ ব্যখ্যা করেন।

Advertisement

দেব জানান, “সবাই ইভেন্টের জন্য তৈরি ছিলাম। তবে শেষ মুহূর্তে সেটা বাতিল করতে হল। যদিও স্কুলের শিক্ষকরা বারবার বলেছিলেন যে বাবা-মায়েরা, বাচ্চারা চাইছেন ইভেন্টটা হোক। ওঁরা অপেক্ষা করছেন। বৃষ্টিতে অসুবিধে হবে না। কিন্তু ইভেন্ট তো হতেই থাকবে। আমার ছবিও আসবে। কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যটা আগে।” আর ঠিক সেইসময়েই স্বাস্থ্য উচ্চারণ করতে গিয়ে ২ বার হোঁচট খান দেব। তৎক্ষণাৎ অভিনেতা রসিকতা করে বলে ওঠেন, “আমার বাংলা নিয়ে কোনও কথা নয়।” আসলে নবীন প্রজন্ম যাতে বাঘা যতীনের ইতিহাস সম্পর্কে আরও জানে, বোঝে, শিখতে পারে, সেই জন্যই স্কুলে গিয়ে পড়ুয়াদের নিয়ে গান রিলিজের কথা ভেবেছিলেন তিনি। তবে বৃষ্টিতেই সব বানচাল হয়!

[আরও পড়ুন: ‘আমি সেই মানুষটা আর নেই’, ‘দশম অবতার’-এ নতুন ঝাঁজে সৃজিত-অনুপম জুটি]

প্রসঙ্গত, ‘বাঘা বাঘা হে…’ গানটি গেয়েছে বিশেষ ক্ষমতা সম্পন্ন খুদেরা। নীলায়ন চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে গানটি গেয়েছে বভ্রাবী বসু ও সৃজা গুপ্ত। কোরিওগ্রাফার দেবরাজ ঘোষাল। প্রসঙ্গত, প্রযোজক হিসেবে হোক কিংবা অভিনেতা, নতুন নতুন ছবিতে সারপ্রাইজ দিতে দেবের জুড়ি মেলা ভার। ব্যোমকেশ হোক কিংবা বাঘা যতীন বা গোলন্দাজ। বছর খানেক ধরেই পর্দায় নতুন অবতারে ধরা দিচ্ছেন দেব। লুক নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট করছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবারও তার ব্যতিক্রম হয়নি।

[আরও পড়ুন: মুসলিম বাড়িতে ‘হিন্দু’ রীতিতে গৃহপ্রবেশ, ফাহাদকে নিয়ে মেয়ের ষষ্ঠী পুজো স্বরা ভাস্করের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement