Advertisement
Advertisement

Breaking News

Bengali Upcoming Movies & Series

‘সোনাদা’র প্রত্যাবর্তন, ‘গোরা’-‘একেন’-‘বামাক্ষ্যাপা’র বড়পর্দা সফর, svf সিনেঝুলিতে চমকের বাহার

দেব, আবির-পরমব্রত, অনির্বাণ-শুভশ্রী স্টার কাস্টের ভিড়ে পালিত হবে 'গল্পের পার্বণ ১৪৩২'।

Bengali Upcoming Movies & Series: SVF and Hoichoi jointly announced 26 new Bengali content
Published by: Sandipta Bhanja
  • Posted:March 1, 2025 1:57 pm
  • Updated:March 1, 2025 6:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সান্ধ্যকালীন জলসায় এসভিএফ, হইচই ঝুলি উজাড় করে উপহার দিল। প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হল একগুচ্ছ সিনেমা এবং সিরিজ (Bengali Upcoming Movies & Series)। তিন দশকের এই পথ চলায় বহু চমৎকার বাংলা কনটেন্ট দর্শক, অনুরাগীদের উপহার দিয়েছে এসভিএফ। ‘গল্পের পার্বণ ১৪৩২’-এও তার অন্যথা হল না। এবারেও ত্রিশ ছুঁইছুঁই কনটেন্ট নিয়ে আসছে এসভিএফ, হইচই। যেগুলো মুক্তি পাবে চলতি বছর এবং আগামী বছর মিলিয়ে।

দেব-ধ্রুব বন্দ্যোপাধ্যায় জুটির ‘রঘু ডাকাত’ , প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত নতুন কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি ‘বিজয়নগরের হিরে’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের হেমলক সোসাইটির আনন্দ কর পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে ‘কিলবিল সোসাইটি’র ঘোষণা আগেই হয়েছিল। শুক্রবার তিন বহু প্রতীক্ষিত সিনেমার পোস্টার প্রকাশ্যে এল। সেই তালিকাতেই নবতম সংযোজন পরিচালক ধ্রুবর ফ্রেমে ‘সোনাদা’ আবির চট্টোপাধ্যায়ের নতুন অ্যাডভেঞ্চার ‘সপ্তডিঙার গুপ্তধন’। এসভিএফ-এর তরফে এবার ছোটপর্দার ‘সাধক বামাক্ষ্যাপা’কে বড়পর্দায় নিয়ে আসা হচ্ছে। এই ছবিরও মুখ্য চরিত্রের ভার পড়ল অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর কাঁধে। ‘ডাইনি’ সিরিজের পরিচালক নির্ঝর মিত্র নতুন ছবি নিয়ে আসছেন সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থারই ব্যানারে। যেখানে টলিউডের তিন তাবড় তারকা- অনির্বাণ ভট্টাচার্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায় জুটি বাঁধবেন। পাইস হোটেল ব্যবসার আড়ালে তিন ভাই-বোনের চুরি-ডাকাতির গল্প উঠে আসবে এই ছবিতে। নির্ঝরের সিনেমার নাম ‘চোর পুলিশ ডাকাত বাবু’। সিরিজের পর্দা থেকে ‘গোরা’কে বড়পর্দায় নিয়ে আসছেন ঋত্বিক চক্রবর্তী। গোয়েন্দা গোরার নতুন ভেঞ্চার ‘গোরা-ই গন্ডগোল’।

Advertisement

অন্যদিকে একেনবাবুকে বারাণসী ঘুরিয়ে বড়পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। সিনেমার নাম ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। সিনে তালিকায় রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘কুমিরডাঙা’। এক মেয়ের বাপের বাড়ি ফেরাপ পর ক্রমাগত অঘটনের গল্প ফুটে উঠবে এই ছবিতে। রহস্য-রোমাঞ্চের মোড়কে শ্রীজিত রায় এবং সৌভিক চক্রবর্তী নিয়ে আসছেন ‘কাদের কুলের বউ’। যেখানে এক পুরুষের দুই বিয়ের গল্প দেখা যাবে। যদিও এখনও দুটি ছবির কাস্টিং চূড়ান্ত হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement