Advertisement
Advertisement
Saurav Darshana wedding

বিয়ের সাজে তাক লাগালেন সৌরভ-দর্শনা, মেনুতে কী কী রয়েছে?

গোধূলি লগ্নেই সৌরভ-দর্শনার চার হাত এক হবে।

Bengali star couple Saurav Das and Darshana Banik's wedding look | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 15, 2023 6:24 pm
  • Updated:December 15, 2023 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরবেশে সৌরভ দাস (Saurav Das)। লাল টুকটুকে বেনারসিতে কনে দর্শনা বণিক (Darshana Banik)। টলিউডের দুষ্টু ছেলের গলাতেই মালা দিতে চলেছেন মিষ্টি নায়িকা। শুক্রবারের গোধূলি লগ্নে সৌরভ-দর্শনার চার হাত এক হবে। তার আগে বিয়ের সাজেই শেয়ার করলেন ছবি।

Sourav Darshana 1

Advertisement

বাঙালি রীতি মেনে বিয়ে করেছেন সৌরভ-দর্শনা। হবু দম্পতির জন্য আইবুড়ো ভাবে এলাহি আয়োজন করেছিলেন বন্ধুরা। এই তালিকায় নীল ও তৃণাও রয়েছে। মাথায় টোপর পড়ে নাচতে নাচতে আইবুড়ো ভাত খেতে যান সৌরভ। দর্শনার মাথাতেও ছিল শোলার মুকুট।

[আরও পড়ুন: জুটি বেঁধে তাক লাগালেন হৃতিক-দীপিকা, ডান্স ফ্লোরে ‘বাঘ-বাঘিনী’র খেলা!]

পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর সেজে উঠেছে। তার আগে দুই তারকা বাড়িতে সারেন গায়ে হলুদের অনুষ্ঠান। সাদা পাঞ্জাবি ও ধুতি পরে গায়ে হলুদ সারেন সৌরভ। অন্যদিকে, দর্শনার পরনে ছিল হলুদ শাড়ি। এই সময়ই অভিনেত্রীর গায়ে সোনার গয়না ও হাতে শাঁখা-পলা দেখা যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saurav Das (@i_sauravdas)

মেনুতে থাকছে এলাহি আয়োজন। মেন কোর্সে রাধা বল্লভি, ছোলার ডাল, বাসন্তী পোলাও, ডায়মন্ড ফিশ ফ্রাই, ফিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, চিকেন তন্দুরি, মটন কষা। শেষ পাতে পাওয়া যাবে ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া ও রাবড়ি, নলেনগুড়ের রসগোল্লা, সন্দেশ ও আইসক্রিম। এছাড়াও ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, ফিশ ওরলি, চিকেন পাকোড়া, মকটেল কাউন্টার ও চা-কফি থাকছে। নিরামিশাষিদের জন্য থাকছে চিলি পনির, কাজু রোল, ভেজ মালাই কোফতা। 

[আরও পড়ুন: ‘প্লিজ বোঝার চেষ্টা করুন…’, স্মৃতি ইরানির ঋতুস্রাব সংক্রান্ত মন্তব্যে প্রতিক্রিয়া কঙ্গনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement