Advertisement
Advertisement

Breaking News

Anupam and Piya

দাম্পত্যে ইতি, স্ত্রী পিয়ার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়

ব্যক্তিগত জীবনের কিছু মতপার্থক্যের জেরেই বিচ্ছেদ, জানালেন অনুপম।

Bengali singer Anupam Roy announces divorce with wife Piya | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 11, 2021 1:24 pm
  • Updated:January 20, 2022 11:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী পিয়ার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায় (Anupam Roy)। টুইটারে বিবৃতি দিয়ে ডিভোর্সের খবর জানান অনুপম। ব্যক্তিগত জীবনের কিছু মতপার্থক্যের জেরেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরও বন্ধু থাকবেন, জানালেন অনুপম।

ঠিক যেন আমির খানের (Aamir Khan) মতো দম্পত্যের ইতি ঘোষণা করলেন অনুপম রায়। মঙ্গলবার বেলা একটা নাগাদ টুইটারে গায়ক তথা সংগীত পরিচালক লেখেন, “অনুপম ও পিয়া, অর্থাৎ আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বন্ধু হিসেবে থেকে স্বাধীনভাবে নিজেদের আলাদা পথে চলব।”  

Advertisement

Anupam Roy Tweet

২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দু’জনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। ছ’বছরের মাথায় বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়।

[আরও পড়ুন: আট মাসেই মোহভঙ্গ, বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়]

ডিভোর্সের কথা জানিয়ে অনুপম লেখেন, “আমাদের এই সফর খুবই সুন্দর ছিল, অত্যন্ত ভাল অভিজ্ঞতা ও সুন্দর কিছু স্মৃতি। যাই হোক, ব্যক্তিগত জীবনের কিছু মতপার্থক্যের জেরে আমাদের মনে হয়েছে স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হওয়ার বাঞ্ছনীয়। আমরা খুবই ভাল বন্ধু ছিলাম ও তাই-ই থাকবো। একে অন্যের খেয়ালও রাখব। ” পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব ও শুভচিন্তকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন অনুপম রায়। তাঁর ও পিয়ার ব্যক্তিগত এই সিদ্ধান্তের মান রাখার অনুরোধ জানান সংগীতশিল্পী।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে ১৫ বছরের দাম্পত্যে ইতি টানার কথা ঘোষণা করেছিলেন আমির খান। এভাবেই বিবৃতি জারি করে নিজের ও কিরণের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বলিউড তারকা। লিখেছিলেন, ডিভোর্সের পরও বন্ধুত্বের সম্পর্ক তাঁদের মধ্যে বজায় থাকবে। যৌথভাবে ছেলে আজাদ ও নিজেদেক পাণি ফাউন্ডেশনের দায়িত্ব সামলাবেন। এরপর আবার দক্ষিণী তারকা সামান্থা আক্কিকেনি স্বামী নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। এবারে অনুপম রায় ও পিয়া চক্রবর্তী আলাদা হওয়ার কথা জানালেন। 

[আরও পড়ুন: ​এবার বিয়ার গ্রিলসের শোয়ে ভিকি কৌশল, বিয়ের আগেই প্রাণের ঝুঁকি নিলেন অভিনেতা!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement