Advertisement
Advertisement

Breaking News

Gouri Elo trolled

ধূপ জ্বালিয়ে ‘মোনালিসা’র পুজো! ধারাবাহিক ‘গৌরী এল’র দৃশ্য নিয়ে ট্রোলের বন্যা

দৃশ্যটি নিয়ে চলছে ঠাট্টা, মশকরা। 

Bengali Serial ‘Gouri Elo’ trolled for this reason | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 20, 2022 3:54 pm
  • Updated:April 20, 2022 8:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনার্দো দ্য ভিঞ্চির কালজয়ী চিত্র ‘মোনালিসা’। আজও শিল্পপ্রেমী মানুষ ভিড় জমান তা দেখতে। সেই ছবিতে মালা পরিয়ে, ধূপ জ্বালিয়ে করা হল পুজো। ধারাবাহিক ‘গৌরী এল’র (Gouri Elo) এমন দৃশ্য নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুরু হয়ে গেল ঠাট্টা, মশকরা। 

Gouri Elo trolled

Advertisement

ধারাবাহিকের গল্পে ইশানকে (বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়) বিয়ে করে শ্বশুরবাড়ি আসে গ্রামের মেয়ে গৌরী (মোহনা মাইতি)। তারপরই এমন দৃশ্য দেখা যায়। ‘মোনালিসা’র বিষয়ে কিছু জানে না গৌরী। তাই সেই চিত্রকেই ঈশ্বর জ্ঞানে পুজো করে বসে। এই দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তা নিয়ে হাসি মস্করা হচ্ছে। 

[আরও পড়ুন: কোটি টাকার অফারেও ‘ঝুঁকেগা নহি’, তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে না আল্লু অর্জুনের]

“এতদিনে, ঠিক এতদিনে শিল্পের প্রতি যথাযথ সম্মান দেখালো কেউ। আত্মার শান্তি কামনা করি লিওদা”, “এটা বাংলা সিরিয়াল এখানে আগুনের উপর দিয়ে হেঁটে গেলে আগুন নিভে যায়! গলা কেটে গেলে সেলোটেপ দিয়ে জোড়া লাগালে গলা জুড়ে যায়”, এমন মন্তব্য করা হয়েছে। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, “এ কোন দেবতা?”। মোনালিসার পটচিত্র কিনে এনে আবার পুজো করার প্রস্তাবও দেওয়া হয়েছে। 

Gouri Elo trolled 1 Gouri Elo trolled 2

ধারাবাহিকের গল্পের গরু দিব্যি গাছে উঠতে পারে। এমন উদাহরণ একাধিক রয়েছে। বিশেষ করে বাংলা টেলিভিশনের ক্ষেত্রে। এখানে নায়িকা ‘জবা’ খালি হাতে বোমা নিষ্ক্রিয় করতে পারে, ‘কৃষ্ণকলি’ ওরফে ‘শ্যামা’র দুনিয়ায় আবার বাথরুম স্ক্রাবার দিয়ে ইলেকট্রিক শকের মাধ্যমে মরণাপন্ন রোগীকে বাঁচিয়ে তোলা যেতে পারে। আবার ‘তিতলি’ বধির হয়েও বিনা প্রশিক্ষণে দিব্যি চালিয়ে ফেলে আস্ত বিমান। সেই তালিকায় এবার ‘গৌরী এল’ ধারাবাহিকের নামও যুক্ত হল। অবশ্য ধারাবাহিকের পাশেও দাঁড়িয়েছেন অনেকে। তাঁদের আবার যুক্তি, গ্রামের মেয়ে গৌরী ‘মোনালিসা’র বিষয়ে নাই জানতে পারে। ধারাবাহিকেও তো তেমনটাই দেখানো হয়েছে। 

[আরও পড়ুন: সৌরভের ‘দাদাগিরি’র মঞ্চে যশ-নুসরত জুটির প্রেম, ‘আদিখ্যেতা’, কটাক্ষ নেটিজেনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement