সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ওটিটিতে থেকে বেরিয়ে সিনেমার পর্দায় আসতে চলেছে বাঙালির নতুন গোয়েন্দা ‘একেন বাবু!’ ‘ব্যোমকেশ’, ‘ফেলুদা’ ঘারানা থেকে একেবারে অন্য পথে হেঁটে ‘একেন বাবু’ কিন্তু কয়েক বছরে নিজের ফ্যান ফলোয়িং দারুণ বাড়িয়ে ফেলেছে। একেন বাবুর চরিত্রে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীও সুপারহিট। আর তাই দর্শকদের মধ্যে এই গোয়েন্দাকে নিয়ে উৎসাহ আরও বেশি বাড়িয়ে তুলতে প্রযোজনা সংস্থা এসভিএফ প্ল্যানিং করে ফেলল নতুন ছবির। শুক্রবার এই প্রযোজনা সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল ‘একেন বাবু’ এবার আসছে রুপোলি পর্দায়। ছবির নাম ‘দ্য একেন’ । ওটিটির ‘একেন বাবু’কে বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। বরাবরের মতো এবারও ‘একেন বাবু’র গল্প লিখছেন সুজন দাশগুপ্ত। চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তর। ছবির সংগীতের দায়িত্বে থাকছেন জয় সরকার। আর গান লিখছেন চন্দ্রিল ভট্টাচার্য।
সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে ‘একেন বাবু’ ওরফে অনির্বাণ চক্রবর্তীকে ফোনে ধরা হলে তিনি জানান, ‘অনেকদিন ধরেই এমন একটা ছবির প্ল্যান চলছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা হল। আমি তো দারুণ এক্সাইটেড। একটা সিরিজ যা দর্শক পছন্দ করেছে, একেন বাবু চরিত্রটাকে মানুষ ভালবেসেছে, সেই ভালবাসার উপহার হিসেবেই তো বড়পর্দায় নিয়ে আসার সিদ্ধান্ত। এটা খুব বড় প্রাপ্তি।’
অনির্বাণের কথায়, ‘ছবির চিত্রনাট্য রেডি। ছবির শুটিং হবে দার্জিলিংয়ে। যেহেতু একেন বাবুর প্রত্যেকটি গল্পই একটা জায়গা নির্ভর, তাই এবারের সব রহস্য জমাট বাঁধবে দার্জিলিংয়ে। খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হবে। আপাতত, এটাই ঠিক হয়েছে।’
বাঙালিদের কাছে গোয়েন্দা মানেই ফেলুদা, ব্যোমকেশ। তবে একেন বাবু এদের থেকে অনেকটাই আলাদা। তবুও বড়পর্দায় গোয়েন্দা গল্প নিয়ে ছবি তৈরি হলেই ব্যোমকেশ, ফেলুদার সঙ্গে তুলনা শুরু করে অনেকে। অনির্বাণের স্পষ্ট উত্তর, ‘দর্শকরা যদি ব্যোমকেশ, ফেলুদার পাশাপাশি একেন বাবুর নাম রাখেন, তাহলে সেটা বড় প্রাপ্তি। তবে এটুকু বলতে পারি, একেন বাবু কিন্তু একেবারেই অন্যরকম গোয়েন্দা চরিত্র। যাঁরা সিরিজ দেখেছেন তাঁরা এটা জানেন।’
ছবির গল্প নিয়ে আপাতত কিছুই বলতে চাননি অনির্বাণ। তাঁর কথায়, ‘রহস্য ফাঁস করা একেবারেই মানা।ছবির গল্প জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের জন্য। কারণ, সব ঠিকঠাক চললে ২০২২ সালেই মুক্তি পাবে দ্য একেন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.