Advertisement
Advertisement

Breaking News

Parama Banerjee

৮০ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে হাসপাতালে পরমা, ফেসবুক পোস্টে কী লিখলেন গায়িকা?

নিজের শারীরিক অসুস্থতার উদাহরণ দিয়ে সবাইকে সাবধান করলেন তিনি।

Bengali Singer Parama Banerjee suffering from eye problem | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 25, 2021 2:33 pm
  • Updated:June 25, 2021 6:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা নিয়ে এবার জনসাধারণকে সতর্ক করলেন জনপ্রিয় গায়িকা পরমা বন্দোপাধ্যায় (Parama Banerjee)। নিজের শারীরিক অসুস্থতার উদাহরণ দিয়ে সবাইকে সাবধান করলেন তিনি। ফেসবুক পোস্টে তুলে ধরলেন তাঁর সমস্যার কথা। পোস্টে পরমা লিখলেন, হঠাৎ করেই বাঁ চোখে দৃষ্টি ঝাপসা হয়েছে তাঁর। আর একদিনের মধ্যেই বাঁ চোখের প্রায় ৮০ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। ফেসবুকে (Facebook) এক লম্বা পোস্টে এই ঘটনার কথাই উল্লেখ করলেন পরমা। পরমা লিখেছেন, ‘কোভিড থেকে সাবধান। আক্রান্ত হওয়ার পর হয়তো প্রাণ থাকবে। তবে হঠাৎ করেই অঙ্গহানি হতে পারে। এর ফল সুদূর প্রসারিত।’

[আরও পড়ুন : জন্মদিনে মেদিনীপুরের ‘বিশেষ উপহার’, আপ্লুত বিধায়ক জুন মালিয়া ]

পোস্টে পরমা আরও লেখেন, ‘গত সপ্তাহেই হঠাৎ করে জ্বর আসে। ডাক্তারদের কথায় নানারকম পরীক্ষাও হয়। তেমন কোনও সংক্রমণ শরীরে ধরা পড়েনি। অ্যান্টিবায়োটিকের কোর্স করি। তবে সমস্যা শুরু হয় গত শুক্রবার থেকেই। হঠাৎ করেই বাঁ চোখে ঝাপসা দেখতে শুরু করি। রবিবারের মধ্যেই দৃষ্টিশক্তি প্রায় ঝাপসা হয়ে যায়। চোখটা একটু ভারী ভারী লাগছিল। প্রায় ৮০ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি আমি। কিছু আর দেখতে পাচ্ছি না। এদিকে কোনও জ্বর নেই, ব্যথাও নেই।’

Advertisement

সার্জারির পর গায়িকা ফেসবুকে তাঁর ছবিও পোস্ট করেছেন। এই পোস্টের মধ্যে দিয়ে পরমা আরও জানিয়েছেন, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার পরেই কলকাতা অন্যতম আই সার্জেন ডাক্তার অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি। যিনি পরমার ভাল বন্ধুও। ডাক্তারের কথায় পরমাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, পরমা ভিএইচকে সিন্ড্রোম নামে এক চোখের অসুখে ভুগছেন। চলছে এখনও নানারকম চিকিৎসা।  এই অসুখে নাকি দৃষ্টিশক্তি একেবারেই হারাতে পারেন পরমা। তা নিয়ে আপাতত, দুশ্চিন্তায় রয়েছেন গায়িকা। আর সোশ্যাল মিডিয়ার এই পোস্টের মধ্যে দিয়ে সবাইকে করোনা নিয়ে সচেতনও করছেন তিনি।

পরমার অসুস্থার খবর ছড়িয়ে পড়তেই গায়িকার খবর নেওয়ার জন্য একের পর এক ফোন যায় পরমার চিকিৎসকের কাছে। আর এর পরেই পরমা নিজের ফেসবুক পোস্ট ডিলিট করে দেন। পরিবর্তে নতুন পোস্টে পরমা লেখেন, ‘দয়া করে আমার চিকিৎসককে ফোন করবেন না। আমি নিজেই জানাবো আমার শরীরের কথা। আমার জন্য প্রার্থনা করুন।’

[আরও পড়ুন : খালি গায়েই ইশানকে ভাল লাগে! প্রেম নিয়ে খুল্লমখুল্লা অভিনেত্রী অনন্যা পাণ্ডে ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement