সংবাদ প্রতিদিন ডিজিটাল: রাজপুতই ছিলেন না সুশান্ত (Sushant Singh Rajput)। তা হলে এভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতেন না। বিহার বিধানসভা নির্বাচনের আগে এমন মন্তব্য করে উত্তেজনার পারদ চড়ালেন আরজেডি (RJD) বিধায়ক অরুণ যাদব (Arun Yadav)।
নতুন তৈরি একটি রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অরুণ যাদব। সেখানেই এই মন্তব্য করেন তিনি। বলেন, “আমি বলছি সুশান্ত রাজপুত ছিলেন না। বলতে খারাপ লাগছে কিন্তু রাজপুত অর্থাৎ যাঁরা মহারাণা প্রতাপের (Maharana Pratap) বংশধর হন তাঁরা এভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন না। সুশান্তের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবরে আমি খুবই ব্যথিত হয়েছি। রাজপুতরা আগে মারে তারপর মরে।”
উল্লেখ্য, চলতি বছরেই বিহার বিধানসভার নির্বাচন (Bihar Assembly election 2020)। অক্টোবর কিংবা নভেম্বরে নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। এমত অবস্থায় এবার বিহারের নির্বাচনের প্রধান ইস্যু সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। আর বিহারের সেই ‘ঘরের ছেলে’কে নিয়েই বেফাঁস মন্তব্য করে ফেললেন লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) দলের বিধায়ক। যা নিয়ে আরজেডিকে তীব্র কটাক্ষে বিঁধছে বিরোধীরা। বিহারের শাসকদল JDU-এর মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ (Rajiv Ranjan Prasad) বলছেন, “সুশান্ত সিং রাজপুতের মতো ব্যক্তিত্বের মৃত্যুর ঘটনা যা সারা দেশ তোলপাড় করে দিয়েছে, তা নিয়ে আরজেডি বিধায়কের এই মন্তব্যের থেকে লজ্জাজনক আর কিছুই হতে পারে না। রাজ্যের সমস্ত মানুষ আর সুশান্তের অনুরাগীদের কাছে ক্ষমা চাওয়া উচিত বিধায়কের।” সমালোচনার সুর চড়িয়েছেন বিজেপি (BJP) মুখপাত্র নিখিল আনন্দও (Nikhil Anand)। তিনি বলেন, আরজেডি তেজস্বী যাদবের (Tejashwi Yadav) উচিত বিধায়ক অরুণ যাদবের এই মন্তব্য নিয়ে তাঁর দলের মনোভাব ব্যক্ত করা। আরজেডিও কি একমত পোষণ করে? তা জানতে চেয়েছেন তিনি।
এদিকে AIIMS-এর ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত (Dr Sudhir Gupta) জানিয়েছেন, আগামী সপ্তাহেই সুশান্তের মৃত্যুর চূড়ান্ত রিপোর্ট সিবিআই(CBI) টিমের হাতে তুলে দেওয়া হবে। মামলাটি এখনও বিচারাধীন বলে রিপোর্ট প্রকাশ করা হবে না। তবে সুধীরবাবুর আশা, এই রিপোর্ট নিয়ে কোনও সন্দেহের অবকাশ থাকবে না।
Medical Board’s opinion will be given to CBI next week. I hope it will be conclusive without any doubts. Reports can’t be shared since the matter is subjudice: Prof Dr Sudhir Gupta, Head of Forensic Department, AIIMS & Chairman of Medical Board formed in Sushant Rajput death case
— ANI (@ANI) September 17, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.