সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদমাধ্যম রিপাবলিক টিভি-কে মানহানির নোটিস পাঠালেন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) বন্ধু তথা বলিউড প্রযোজক সন্দীপ সিং (Sandip Ssingh)। তাঁর সম্পর্কে ভুয়ো খবর দেখানো, সুশান্ত মামলা প্রসঙ্গে তাঁর নাম জড়িয়ে মানহানিকর মন্তব্য-সহ একাধিক অভিযোগে ২০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে নোটিসে।
‘আলিগড়’, ‘সরবজিৎ’, ‘পিএম নরেন্দ্র মোদি’র মতো সিনেমা প্রযোজনা করেছেন সন্দীপ। নিজের আইনজীবীর মাধ্যমে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর নাম উল্লেখ করে এই নোটিস পাঠিয়েছেন তিনি। নোটিসে শোয়ের অতিথি হিসেবে উপস্থিত থাকা স্মিতা পারিখ এবং সুরজিৎ সিং রাঠোরের নামও উল্লেখ রয়েছে। অবিলম্বে সমস্ত ভুয়ো এবং মানহানিকর খবর, ভিডিও সরিয়ে ফেলার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, এমন খবরে শো বিজনেসে সন্দীপের যে ইমেজ খারাপ হয়েছে, তার জন্য ২০০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে নোটিসের জবাব চাওয়া হয়েছে।
এদিকে, মাদক মামলায় বিবেক ওবেরয়ের পাশাপাশি তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা আলভার নামও জড়িয়েছে। পাশপাশি সন্দীপের বিরুদ্ধেও তদন্ত করছে বেঙ্গালুরু পুলিশ। শুক্রবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। তা না হলে মুম্বই পুলিশ তদন্তভার নেবে বলেও জানান।
Bengaluru Police have come here to probe drug connection of Vivek Oberoi & filmmaker Sandip Ssingh. But NCB is not taking up the investigation. We’ll request NCB to investigate the drug connection & if they don’t, Mumbai Police will do it: Maharashtra Home Minister Anil Deshmukh pic.twitter.com/fXqGdub0iT
— ANI (@ANI) October 16, 2020
উল্লেখ্য, কিছুদিন আগেই মিডিয়ার একাংশের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে প্রায় গোটা বলিউড। রিপাবলিক টিভি-অর্ণব গোস্বামী, প্রদীপ ভান্ডারি-টাইমস নাও, রাহুল শিবশংকর, নভিকা কুমার এবং আরও কিছু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ আনেন শাহরুখ, সলমন, আমির-সহ বলিউডের ৩৪ জন প্রযোজক-অভিনেতা এবং ৪টি সংগঠন। অনুরাগ কশ্যপ (Anurag Kashyap) মামলায় আবার পায়েল ঘোষকে (Payal Ghosh) ক্ষমা চাওয়াতে বাধ্য করেছেন রিচা চড্ডা (Richa Chadha)।
এদিকে, সুশান্ত মামলায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে শুক্রবারই বিভোর আনন্দ নামের এক দিল্লির বাসিন্দাকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, শুধু সুশান্ত নয় তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের (Disha Salian) ভুয়ো খবর ছড়ানো এবং মানহানিকর মন্তব্য ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.