Advertisement
Advertisement
Neha Kakkar wedding

সাত পাকে বাঁধা পড়লেন নেহা কক্কর-রোহনপ্রীত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিয়ের ভিডিও

অষ্টমীতেই মধুরেণ সমাপয়েৎ।

Bengali News of Nehu Da Viah: Neha Kakkar and Rohanpreet Singh are officially married now, video goes viral | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 24, 2020 5:26 pm
  • Updated:October 24, 2020 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে পিচরঙা লেহঙ্গা। টুকটুক করে পাগড়ি পরা বরের পিছনে হেঁটে চলেছেন। তিনিও মানানসই শেরওয়ানি পরেছেন। গোলাপি রঙের গাঁটে বাঁধা দু’জনে। মনেও যেন গোলাপি রং লেগেছে। এভাবেই প্রেমিক রোহনপ্রীত সিংয়ের (RohanPreet Singh) সঙ্গে বিয়ে সারলেন নেহা কক্কর (Neha Kakkar)। নিজে এখনও ইনস্টাগ্রামে বিয়ে ছবি বা ভিডিও আপলোড করেননি। কিন্তু প্রযুক্তির বিপ্লবে সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়েই পড়েছে। পেয়েছে ভাইরাল তকমা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘নেহু দা বিয়া’ (Nehu Da Viah)।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Finally she is getting married🤩❤ olwayzz stay blessed nehuu😘 nd rohuu ❤ #nehuhappyneheartshappy #RohuPreet #RohuPreet #rohanpreetsingh #parmish_verma #vectordesign #viah #marriage #letsgosomewhere #nehudiwedding #NehaKakkar

Advertisement

A post shared by Neha Kakkar (@neheart_lovepreet) on

[আরও পড়ুন: জমজমাট অষ্টমী! নিখিলের ঢাকের তালে কোমর দুলিয়ে নাচ নুসরতের, প্রকাশ্যে ভিডিও]

অক্টোবরের শুরুতেই গুঞ্জন শোনা যায়, রিয়ালিটি শোয়ের তারকা রোহনপ্রীতের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলিউড গায়িকা নেহা। সেই গুঞ্জন সত্যিই করে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে পোস্ট দেন। জানা যায়, করোনা (CoronaVirus) কালে দিল্লিতে বসছে বিয়ের আসর। পরিবর্তিত পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির তেমন কাউকে আমন্ত্রণ না জানালেও বিয়ের অনুষ্ঠানে কোনও খামতি রাখছেন না নেহা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে রোকা ও গায়ে হলুদের ভিডিও।

এরই মধ্যে আমার নেহার ‘ইন্ডিয়ান আইডল’-এর (Indian Idol) সহকর্মী  আদিত্য নারায়ণ (Aditya Narayan) এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করেন, তিনি নেহার বিয়ের নিমন্ত্রণ পাননি। মাত্র একমাসের মধ্যে নেহা কীভাবে রোহনপ্রীতকে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সেই সন্দেহের নিরসন অবশ্য শনিবার হয়ে গিয়েছে। শোনা গিয়েছে, আদিত্য নিজেও ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালকে বিয়ে করছেন। সূত্রের খবর, ২৬ অক্টোবর দিল্লিতে রিসেপশন পার্টি সারবেন নেহা।

[আরও পড়ুন: ‘মৃত্যুর পর আমার সমস্ত সৃষ্টি ধ্বংস করা হোক’, ফেসবুকে ইচ্ছাপত্র প্রকাশ কবীর সুমনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement