Advertisement
Advertisement

Breaking News

Laxmii Akshay Kumar

বিতর্ক উপেক্ষা করেই ‘লক্ষ্মী’র প্রচার ভিডিওয় তৃতীয় লিঙ্গের অধিকারের দাবি অক্ষয়-কিয়ারার

ভিডিওয় রয়েছেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরাও।

Bengali News of Laxmii: Akshay Kumar, Kiara Advani extend their support to the third gender community through new video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 6, 2020 9:33 pm
  • Updated:November 6, 2020 9:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তুমুল বিক্ষোভ, শ্রীরাজপুত কর্ণি সেনার আইনি নোটিসের জেরে মুক্তির কিছুদিন আগেই ছবির নাম পালটাতে হয়েছে। ‘লক্ষ্মী বম্ব’-এর (Laxmmi Bomb) বদলে এখন অক্ষয় কুমার ও কিয়ারা আডবানী অভিনীত ছবির নাম ‘লক্ষ্মী’ (Laxmii)। এবার ছবির প্রচার করতে গিয়ে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকারের দাবিতে সরব হলেন অক্ষয় (Akshay Kumar)। প্রকাশ্যে এসেছে নতুন ভিডিও ‘আব হামারি বারি হ্যায়’ (Ab Hamari Baari Hai)।

Advertisement

সাদা কালোর এই ভিডিওয় শুধু লাল রং ব্যবহার করা হয়েছে। অক্ষয় ছাড়াও ভিডিওয় রয়েছেন নায়িকা কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর তাঁদের সঙ্গে রয়েছেন তৃতীয় লিঙ্গের কিছু প্রতিনিধি। যাঁদের মধ্যে অন্যতম লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি (Laxmi Narayan Tripathi)। তৃতীয় লিঙ্গের অধিকারের জন্য বহুদিন ধরেই লড়ছেন লক্ষ্মী নারায়ণ। এর আগে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর (Bigg Boss) পঞ্চম মরশুমের প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।

[আরও পড়ুন: করোনা কালে কীভাবে আলোর উৎসবে মাতবেন, জানালেন তৃণা-স্বস্তিকা-ঊষসী-নীল]

দক্ষিণী তারকা রাঘব লরেন্স (Raghava Lawrence) অভিনীত এবং পরিচালিত তামিল ব্লকবাস্টার ‘কাঞ্চনা’ সিরিজের রিমেক অক্ষয়ের এই ছবি। হিন্দি ছবিটি রাঘবই পরিচালনা করেছেন। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই নানা বিতর্ক হতে থাকে। ছবির বিরুদ্ধে ‘লাভ জেহাদ’ প্রচার করার অভিযোগ ওঠে। সিনেমায় অক্ষয়ের চরিত্রের নাম আসিফ এবং তাঁর নায়িকা কিয়ারা আডবানীর (Kiara Advani) চরিত্রের নাম পূজা। এতেই আপত্তি জানায় নেটদুনিয়ার একাংশ। ছবি বয়কটের ডাক দেওয়া হয়। এরপরই আবার শ্রী রাজপুত কর্ণি সেনার (Shri Rajput Karni Sena) পক্ষ থেকে ‘লক্ষ্মী বম্ব’ ছবির বিরুদ্ধে আইনি নোটিস পাঠান আইনজীবী রাঘবেন্দ্র মেহরোত্রা (Raghavendra Mehrotra)। দাবি করা হয়, ছবির নামে দেবী লক্ষ্মীকে (Lakshmi) অপমান করা হয়েছে। সেই কারণেই অবিলম্বে ছবির নাম বদলানোর দাবি করা হয়। এরপরই ছবির নাম পালটানোর সিদ্ধান্ত নেন প্রযোজকরা। এমন পরিস্থিতিতেই ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) মাল্টিপ্লেক্সে ‘লক্ষ্মী বম্ব’ নামের বদলে শুধুমাত্র ‘লক্ষ্মী’ নামেই মুক্তি পাবে অক্ষয় অভিনীত ‘হরর কমেডি’ ছবিটি।

[আরও পড়ুন: ডাবল ধামাকা, শাহরুখ খানের কামব্যাক ছবিতে থাকছেন সলমনও!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement