Advertisement
Advertisement

Breaking News

Latest Bengali News of Anurag Kashyap

পায়েল ঘোষ হেনস্তা কাণ্ডে ৮ঘণ্টা ধরে ম্যারাথন জেরা, সন্ধের পর ছাড়া পেলেন বিধ্বস্ত অনুরাগ

পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে অনশনের হুমকি দিয়েছিলেন পায়েল।

Latest Bengali News of Anurag Kashyap: Bollywood director interrotated long 8 hours by Mumbai Police on Payal Ghosh case | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 1, 2020 8:57 pm
  • Updated:October 1, 2020 10:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কসকাল এগারোটা থেকে টানা আট ঘণ্টা মুম্বইয়ের ভরসোভা থানায় বসে তদন্তকারীদের হাজারও প্রশ্নের জবাব দিলেন পরিচালক অনুরাগ কশ্যপ (Anurag Kashyap)। শেষমেশ সন্ধ্যার পর ছাড়া পান ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর নেপথ্যের নায়ক। পায়েল ঘোষের (Payal Ghosh) যৌন হেনস্তার অভিযোগের জেরেই বৃহস্পতিবার থানায় জেরার মুখোমুখি হতে হয় অনুরাগকে। সূত্রের খবর, নিজের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বলিউড পরিচালক।

বুধবারই পরিচালককে সমন পাঠিয়েছিল মুম্বই পুলিশ। বেলা এগারোটা নাগাদ ভরসোভা থানায় হাজিরা দিতে বলা হয়। সেই নির্দেশ মেনে সঠিক সময় থানায় পৌঁছে যান অনুরাগ। টানা ৮ ঘণ্টা ধরে বলিউড পরিচালকের জিজ্ঞাসাবাদ চলে। যৌন হেনস্তা ছাড়াও অনুরাগের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের করেছেন পায়েল ঘোষ। সেই সমস্ত প্রশ্নের উত্তর দেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ফের পর্দায় রবি ঠাকুরের কাহিনি অবলম্বনে ছবি, দুই বোনের চরিত্রে অর্পিতা-ঋতাভরী]

হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের (Harvey Weinstein) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতেই ‘মি টু’ (#MeToo) আন্দোলন শুরু হয়েছিল। তার আঁচ পড়েছিল আরব সাগরের তীরেও। নানা পাটেকরেরর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তনুশ্রী দত্ত। অভিযুক্ত হন পরিচালক সাজিদ খান-সহ আরও অনেকে। সেই স্মৃতিই নতুন করে ফেরে পায়েল ঘোষের ঘটনায়। প্রথমে সোশ্যাল মিডিয়ায় অনুরাগের বিরুদ্ধে পায়েল অভিযোগ করেছিলেন। তাঁর দাবি ছিল, বন্ধ ঘরে পোশাক খুলে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন অনুরাগ। পায়েলের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হতেই জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে তাঁকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়। ২২ সেপ্টেম্বর ভরসোভা থানায় গিয়ে অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তা-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেন পায়েল।

[আরও পড়ুন: সিনেমা হল খুললেই মুক্তি পাবে ‘ড্রাকুলা স্যার’, আর কোন কোন বাংলা সিনেমা রয়েছে তালিকায়?]

চলতি সপ্তাহের শুরুতেই আবার ভরসোভা থানায় গিয়ে ক্ষোভ প্রকাশ করেন পায়েল। কেন বলিউড পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা জানতে চান। অবিলম্বে অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে অনশনে যাওয়ার হুমকি দেন। মঙ্গলবার এ বিষয়ে তিনি আবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির (Bhagat Singh Koshyari) সঙ্গেও দেখা করেন। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ রামদাস আঠওয়ালে (Ramdas Athawale)। এরপর বুধবারই অনুরাগ কশ্যপকে সমন পাঠায় মুম্বই পুলিশ। ইতিমধ্যেই পায়েলকে সমর্থন করেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut), রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। অনুরাগের পক্ষ নিয়েছেন তাপসী পান্নু (Taapsee Pannu), রিচা চড্ডা, হুমা কুরেশি, রাধিকা আপ্টে এবং অনুরাগের প্রাক্তন স্ত্রী কল্কি কোয়েচলিনের মতো তারকারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement