ছবি: ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেন্সরের কাঁচির ভয় সব ছবিরই থাকে। তাবড় তাবড় সিনেমা এর থেকে নিস্তার পায়নি। তা সে শাহরুখ খানের ‘জওয়ান’ হোক বা অক্ষয় কুমারের ‘OMG 2’। সেন্সর কর্তাদের কথা মেনে কিছু না কিছু বদল তো এই ছবিতেও করতে হয়েছে। এর মধ্যেই রটনা, বাংলা ছবি ‘মনপতঙ্গ’ নগ্ন দৃশ্য নিয়েই সেন্সরের ছাড়পত্র পেয়েছে।
জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘কালকক্ষ’র পরিচালক জুটি রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতির পরিচালনায় তৈরি ‘মনপতঙ্গ’। প্রেম করে গ্রাম থেকে পালিয়ে শহরে আসে দুই ভিন্ন ধর্মের তরুণ-তরুণী। শহরের চাকচিক্য তাঁদের মুগ্ধ করে। অত্যাধুনিক শোরুমে দেখতে পায় এক সুন্দর চেয়ার। চরম দারিদ্রে থেকেও সেই চেয়ার একদিন কেনার স্বপ্ন দেখে। প্রেমের উপহার হিসেবে। কিন্তু এই স্বপ্ন কি পূরণ হবে? নাকি সমাজের কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে তা ভেঙে চুরমার হয়ে যাবে? প্রশ্নের উত্তর সিনেমা হলেই পাওয়া যাবে।
গল্পের প্রয়োজনেই ছবিতে নগ্ন দৃশ্য রয়েছে, জানিয়েছিলেন ছবির প্রযোজনা সংস্থা অরোরা ফিল্মসের কর্ণধার অঞ্জন বসু। দৃশ্যটি ছবি থেকে বাদ দিতে তিনি কোনওভাবেই রাজি ছিলেন না। প্রয়োজনে ‘A’ সার্টিফিকেট দিয়েও আনকাট ছবি রিলিজ করতে রাজি ছিলেন তিনি। এর মধ্যেই টলিপাড়ায় খবর রটে যায়, নগ্ন দৃশ্য নিয়েই ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে।
তবে সংবাদ প্রতিদিন ডিজিটালকে ছবির অন্যতম পরিচালক রাজদীপ জানান, এমন কিছুই এখনও পর্যন্ত হয়নি। বরং তাঁরা অধীর সেন্সরের ছাড়পত্রের জন্য অপেক্ষা করছেন। তা হাতে এলেই কিছু বলা সম্ভব। শোনা এও যাচ্ছে, পুজোতেই সিনেমা হলে আসতে পারে শর্মিষ্ঠা-রাজদীপের ‘মনপতঙ্গ’। ছবিতে অভিনয় করেছেন শুভঙ্কর মহন্ত, বৈশাখী রায়, সীমা বিশ্বাস, জয় সেনগুপ্ত, অমিত সাহা, অনিন্দিতা ঘোষ, ত্রিবিক্রম ঘোষ, তন্বিষ্ঠা বিশ্বাস, জনার্দন ঘোষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.