সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই ফলাফল ঘোষণা। একুশের ভোটের গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল টলিউড (Tolywood)। একের পর এক তারকা সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন। কেউ যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে, কেউ গেরুয়া উত্তরীয় গলায় পরে নিয়েছেন, কেউ আবার বামপন্থাকে বেছে নিয়েছেন বিকল্প হিসেবে। কিন্তু জীবন যে সমস্ত রাজনৈতিক ভাবনা-চিন্তা, দোষারোপ-পালটা দোষারোপ, কটাক্ষ, কটূক্তি, বিদ্রুপ, ব্যঙ্গের উপরে। এখন সেই জীবনকেই বাঁচানোর পালা। তাই একজোট হয়ে মারণ করোনা ভাইরাসের (Corona Virus) বিরুদ্ধে ভারচুয়াল যুদ্ধে নেমে পড়েছেন স্টুডিওপাড়ার যোদ্ধারা। একের এক পোস্ট শেয়ার করছেন, যাতে প্রত্যেক মানুষের আর্তি প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।
শুক্রবার সন্ধ্যায় হেল্প লাইন নম্বর চালু করেছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ (TMC MP) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অক্সিজেন, বেড বা ওষুধ যে কোনও প্রয়োজনে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন। মিমির অফিস থেকে জানানো হয়েছে, আপাতত যাদবপুর এলাকার বাসিন্দারা এই হেল্পলাইনে ফোন করলে সাহায্য পাবেন।
View this post on Instagram
শুধু যাদবপুর নয় সেলিমপুর, টালিগঞ্জ, যোধপুর পার্কের মতো এলাকায় অক্সিজেন কোথায় পাওয়া যাবে। কোন হাসপাতালে বেডের অবস্থা কেমন, সেই সমস্ত তথ্য শেয়ার করেছেন বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার (Paayel Sarkar)।
সক্রিয় রাজনীতিতে যোগ দেননি। তবে আজীবন বামপন্থায় আস্থা তাঁর, একথা বরাবর সগর্বে জানিয়ে থাকেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ভোটের আগে জেলায় জেলায় গিয়ে বামেদের হয়ে প্রচার করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বামেদেরই বিকল্প হিসেবে দাবি করেছেন। কোভিডের (COVID-19) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনিও। রেড ভলান্টিয়ার্সদের ফোন নম্বরও শেয়ার করেছেন। দিয়েছেন টেলি মেডিসিনের হদিশ।
ভোটের সময় “নিজেদের মতে নিজেদের গান” তৈরি করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়রা। এই সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন প্রত্যেকে। একের পর এক টুইট শেয়ার করছেন পরমব্রত। এই কাজে ব্রতী হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সিপিএমের তারকা প্রার্থী দেবদূত ঘোষও (Debdut Ghosh) অক্সিজেন সরবরাহের তালিকা পোস্ট করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.