Advertisement
Advertisement
Tiyasha Roy

মন্দারমণিতে ‘শ্যামা’র বার্থডে সেলিব্রেশন, স্পেশ্যাল কী গিফ্ট পেলেন অভিনেত্রী Tiyasha Roy?

তিয়াশার এবারের জন্মদিনটা একেবারেই অন্যরকম।

Bengali Actress Tiyasha Roy aka shayma from Krishnakoli's birthday celebration | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 16, 2021 6:02 pm
  • Updated:August 16, 2021 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার রাত থেকেই দারুণ ব্যস্ত ‘কৃষ্ণকলি’র (Krishnakoli) ‘শ্যামা’ (Shayma)। আর হবেন নাই বা কেন, জন্মদিন বলে কথা। তাই তো রবিবার মধ্যরাত থেকেই শুভেচ্ছার ঢল। কেক কাটা, হুল্লোড়! ১৬ আগস্ট সবার প্রিয় ‘শ্যামা’ ওরফে অভিনেত্রী তিয়াশার (Tiyasha Roy) জন্মদিন। তাই তো এদিনটা দারুণ ব্যস্ত তিনি। একের পর এক ফোন। একের পর এক উপহার। সব মিলিয়ে আনন্দে আত্মহারা তিয়াশা। তার উপর জন্মদিনের সেলিব্রেশন যদি হয় মন্দারমণিতে তাহলে তো কথাই নেই।

জন্মদিনে এভাবেই সেজেছেন তিয়াশা।

সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে তিয়াশাকে ফোন করা হলে অভিনেত্রী জানান, ‘প্রচুর প্রচুর আনন্দ করছি। বন্ধুদের সঙ্গে মজা করছি। এবার জন্মদিনটা একেবারে অন্যরকম কাটছে। আগে কোনওবার এরকম কাটেনি। প্রচুর উপহার পেয়েছি। এখনও সব দেখে ওঠা হয়নি।’ স্বামী সুবান কী দিলেন জন্মদিনে? একটু হেসে ফেলে তিয়াশার উত্তর, ‘ওটা বলা যাবে না, ব্যক্তিগত!’

Advertisement

[আরও পড়ুন: ‘জন্মদিনের সেরা উপহার’, মুখ্যমন্ত্রী Mamata Banerjee’র শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত Srabanti]

সোমবার সকাল থেকেই ফোন, হোয়াটসঅ্যাপে একের পর এক শুভেচ্ছা। শুভেচ্ছা জানিয়েছেন মদন মিত্রও। জন্মদিনের ঠিক আগে অনুরাগীদের সঙ্গেও জন্মদিন সেলিব্রেশন করতে দেখা গিয়েছে তিয়াশা। কেক কেটেছেন, সেলফি তুলেছেন। অনুরাগীরাও উপহারে ভরিয়ে দিয়েছেন তাঁদের প্রিয় ‘শ্যামা’কে। সে সব সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন তিয়াশা।

এবারের জন্মদিন তিয়াশার কাছে একেবারেই অন্যরকম।

তিন বছর আগে শুরু হয়েছিল ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক। প্রথম থেকেই ‘শ্যামা’র চরিত্রে নজর কেড়ে নিয়েছিলেন তিয়াশা। সম্প্রতি হাজার এপিসোড পেরিয়েছে ‘কৃষ্ণকলি’। দর্শকের একেবারে নয়নের মণি অভিনেত্রী তিয়াশা। আর তাই তো তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়াতেও উপচে পড়েছে শুভেচ্ছার ঢল।

[আরও পড়ুন: ভাইরাল Bachpan Ka Pyaar গানে চুটিয়ে প্রেম ‘দেশের মাটি’ সিরিয়ালের রাজা ও মাম্পির]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement