Advertisement
Advertisement
Sudiptaa Chakraborty

টলিপাড়ায় ফের করোনার থাবা, এবার সংক্রমিত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী

কেমন আছেন অভিনেত্রী?

Bangla News of Sudiptaa Chakraborty: Bengali Actress COVID-19 positive, in home isolation| Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 18, 2020 11:00 pm
  • Updated:November 18, 2020 11:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের স্টুডিও পাড়ায় করোনার (CoronaVirus) থাবা। এবার কোভিড (COVID-19) পজিটিভ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudiptaa Chakraborty)। বুধবার ফেসবুক প্রোফাইলে নিজেই একথা জানিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী।

এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ফেসবুকে (Facebook) পোস্টটি করেন সুদীপ্তা। অভিনেত্রী লেখেন, “জীবন সারপ্রাইজে পরিপূর্ণ। আমার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বন্ধুরা, দয়া করে ভয় পেও না। আমি ঠিকঠাক আছি। জ্বর নেই, গায়ে ব্যথা নেই, এখনও পর্যন্ত নিঃশ্বাস-প্রঃশ্বাসে কোনও সমস্যা নেই। শুধুমাত্র একটু নাক বন্ধ রয়েছে। আর কোনও স্বাদ বা গন্ধ পাচ্ছি না। ব্যস এইটুকুই! আমার স্বামী ও মেয়ে ঠিক আছে। ওদের চার কিংবা পাঁচ দিন পর পরীক্ষা করাতে বলা হয়েছে। আমি গত চার দিন ধরে এক্কেবারে রুম আইসোলেশনে রয়েছি আর চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। আমার বিশ্বাস, খুব তাড়াতাড়ি ভাল হয়ে উঠব। তোমরা সকলে নিজেদের খেয়াল রেখো… সাবধানে থেকো।”

Advertisement

 

[আরও পড়ুন: টেনিস কোর্ট অতীত? ওয়েব সিরিজ দিয়ে অভিনয় জগতে পা রাখছেন সানিয়া মির্জা]

উল্লেখ্য, কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। যৌথ পরিবারের সদস্যা অপরাজিতার পরিবারের আরও তিনজন সদস্য কোভিড পজিটিভ হয়েছিলেন। যার মধ্যে অভিনেত্রীর শাশুড়িও ছিলেন। পরে সুস্থ হয়ে কাজে ফেরেন অভিনেত্রী। এর আগে জি বাংলার রিয়ালিটি শো ‘সারেগামাপা’র চার বিচারক শ্রীকান্ত আচার্য (Srikanto Acharya), মনোময় ভট্টাচার্য (Manomay Bhattacharyya), মিকা সিং (Mika Singh) এবং আকৃতি কক্করের (Akriti Kakar) করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। তাঁরাও করোনা মুক্ত হয়েছেন বলে খবর। করোনা মুক্ত হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick), তাঁর বাবা রঞ্জিৎ মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী নিসপাল রানেও করোনাকে হার মানিয়েছেন। করোনা আক্রান্ত হয়েছিলেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও (Soumitra Chatterjee)। করোনামুক্ত হলেও কোভিড এনকেফ্যালোপ্যাথির জন্যই তাঁর শারীরিক জটিলতা বাড়ে।

[আরও পড়ুন: হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিপাকে তাপসী পান্নু, দিতে হল মোটা অঙ্কের জরিমানাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement