Advertisement
Advertisement

Breaking News

Rituparna Sengupta

হিমাচলে হটপ্যান্টে ঋতুপর্ণা, ভিডিও নিয়ে শোরগোল নেটপাড়ায়

অভিনেত্রীর সঙ্গী কে জানেন?

Bengali Actress Rituparna Sengupta's Instagram Photo goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 28, 2021 3:55 pm
  • Updated:August 28, 2021 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার পা দুটো তো পুরো আগুন! নেটিজেনরা রীতিমতো হামলে পড়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) ইনস্টাগ্রামে। একের পর এক মন্তব্যে ভরিয়ে দিচ্ছে ইনস্টাগ্রামের কমেন্ট বক্স। কেউ বলছেন, হিমাচলে বুঝি ঠান্ডা লাগে না! আবার কেউ বলছেন, দাবানল লাগল বলে! তবে এসবে হুশ নেই ঋতুপর্ণা সেনগুপ্তর। একেবারে বিন্দাস হয়ে ইনস্টাগ্রামে ভরিয়ে দিচ্ছেন ছবি, ভিডিও।

গপ্পোটা হল, শনিবার সকাল সকাল ইনস্টাগ্রামে (Instagram) একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যেখানে দেখা গিয়েছে, লাল রঙের জ্যাকেট আর নীল রঙের হট প্যান্ট পরে রয়েছেন ঋতুপর্ণা। ভিডিওটি শেয়ার করে ঋতুপর্ণা লিখলেন, হিমাচল প্রদেশে (Himachal Pradesh) স্কোয়াড গোলস। ছবিতে ঋতুপর্ণা ট্যাগ করেছেন বান্ধবী শর্মিষ্ঠা এস মুখোপাধ্য়ায়কে। 

Advertisement

[আরও পড়ুন: নেটদুনিয়া কাঁপাচ্ছে সিংহলি গান ‘মানিকে মাগে হিঠে’, মিষ্টি গায়িকার সঙ্গে পরিচয় সেরে নিন]

ঋতুপর্ণার এই ভিডিও ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। নেটিজেনের একাংশ যেমন ভিডিও দেখে ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ। তেমনি কেউ কেউ আবার ভিডিও দেখে ঠাট্টা করতেও ছাড়েননি ঋতুপর্ণাকে। তবে ঋতুপর্ণা এসবে কান দেওয়ার পাত্রী নয়। তাঁর কাছে কাজ ও অনুরাগীর ভালবাসাটাই গুরুত্ব পায় বেশি।

Rituparna Sengupta instagram
ঋতুপর্ণা সেনগুপ্তর ইনস্টাগ্রাম পোস্ট।

সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ ঋতুপর্ণা সেনগুপ্ত। করোনা আবহে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য কখনও ইনস্টাগ্রাম, কখনও ফেসবুক আবার কখনও ইউটিউবে নানারকম ভিডিও আপলোড করেন ঋতুপর্ণা। কখনও গান, কখনও নাচের ভিডিওতে ভাল থাকার হদিশ দেন অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

 

শোনা গিয়েছে, এক নতুন ছবির শুটিংয়েই হিমাচল প্রদেশে পাড়ি দিয়েছেন ঋতুপর্ণা। শুধু ভিডিও নয়, পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে হট প্যান্টে ছবিও দিয়েছেন ঋতুপর্ণা। সিনেমার পাশাপাশি একটি টিভি চ্যানেলের হয়েও শো করছেন ঋতুপর্ণা। যেখানে ভাল থাকার টিপস দিচ্ছেন অভিনেত্রী। 

Rituparna Sengupta
নতুন এক টিভি শোতেও সঞ্চালনা করছেন ঋতুপর্ণা।

[আরও পড়ুন: সাত পাকে বাঁধা না পড়েই মা হলেন নুসরত, অভিনেত্রীকে কুর্নিশ শ্রীলেখার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement