সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের শর্তে যাঁরা বাঁচেন, সেসব মানুষদের তালিকায় পড়েন রাইমা সেন। বাংলার পাশাপাশি হিন্দিতে সিনে ইন্ডাস্ট্রিতেও বেশ কিছু কাজ করে ফেলেছেন অভিনেত্রী। তবে টলিউড-বলিউড কিংবা বক্সঅফিসের ইঁদুর দৌঁড়ে শামিল হওয়ার কোনও তাড়া নেই মুনমুনকন্যার। সিনেমা হোক বা সিরিজ, পছন্দ হলেই সিলমোহর বসান। গ্ল্যামারওয়ার্ল্ডের বাইরে নিজের মত থাকাই তাঁর পছন্দের। এবার বোল্ড ফটোশুটে পুরুষ ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেন রাইমা সেন।
বয়স চল্লিশ ছুঁয়েছে বছর দুয়েক আগেই। কবে গ্ল্যামার বিন্দুমাত্র কমেনি! স্মিত হাসি। চোখের বাঁকা চাহনি। সেই একইরকম রয়ে গিয়েছে। যেন ষোড়শী। কিংবদন্তী সুচিত্রা সেনের নাতনি কিংবা মুনমুনকন্যা হিসেবে শৈশব থেকেই স্পটলাইটে থাকলেও নিজের দক্ষতায় অভিনয়জগতে পায়ের তলার মাটি শক্ত করেছেন রাইমা। ক্রমশই যেন আরও গ্ল্যামারাস হয়ে উঠছেন। এবার হট মনোক্রম ফটোশুটে নেটপাড়ার বাড়িয়ে দিলেন ‘সেন’সেক্স।
View this post on Instagram
পরনে কালো মনোকিনি। ডিপ নেক পোশাক থেকে উঁকি দিচ্ছে উন্মুক্ত বক্ষবিভাজিকা। ডার্ক লিপস্টিক। চোখের পাতায় গাঢ় মাসকারা। সাদাকালো ছবিতে তাঁর আবেদন যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। নায়িকার গ্ল্যাম লুকে ঘায়েল নেটপাড়া।
View this post on Instagram
উল্লেখ্য, অভিনয়জগতে দু’দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন। বাঙালি অভিনেত্রীর ফিল্মি হাতেখড়ি কিন্তু বলিউড ছবি দিয়েই। ১৯৯৯ সালে ‘গডমাদার’ সিনেমা দিয়ে ফিল্মি কেরিয়ার শুরু করেন রাইমা সেন। তারপর থেকে বহু জনপ্রিয় পরিচালকের সঙ্গে কাজ করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.