সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিতু কমলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন নবনীতা দাস। ফেসবুকে লম্বা পোস্ট দিয়ে স্পষ্টই তিনি জানিয়েছেন, আপাতত জিতুর সঙ্গে সেপারেশনেই রয়েছেন তিনি। এমনকী, সংবাদ প্রতিদিন ডিজিটালকে নবনীতা জানিয়ে ছিলেন, ডিভোর্সের সিদ্ধান্ত দুম করে নয়, গত তিনমাস ধরেই দুজনে আলাদা রয়েছেন এবং এই ডিভোর্সের সিদ্ধান্ত একেবারেই মিউচুয়াল। নবনিতার এই বিচ্ছেদ ঘোষণার পর থেকেই হইচই শুরু হয়ে গিয়েছিল টলিপাড়ায়। রোজই সোশ্য়াল মিডিয়ায় জিতু ও নবনীতার নতুন নতুন পোস্ট। তবে প্রকাশ্য়ে নবনীতা মুখ খুললেও, জিতু কিন্তু স্পিকটি নট। আর এবার বেনারসী পরে বউয়ের সাজে ছবি পোস্ট করলেন নবনীতা। ডিভোর্সের খবরের মাঝে নবনীতার এই বধূ সাজ নিয়ে নতুন করে গুঞ্জন শুরু।
ইনস্টাগ্রামে একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন নবনীতা। যেখানে তাঁকে দেখা গেল বেনারসী পরে নতুন বউয়ের সাজে। নবনীতা ক্য়াপশনে লিখলেন, ”প্রত্যেক শাড়িই আলাদা আলাদা গল্প বলে, আমার গল্পটা পড়তে পারছেন?”।
View this post on Instagram
বিয়ে ভাঙছে টলিউডের জনপ্রিয় তারকা জুটি জিতু কমল ও নবনীতার! কয়েকদিন আগে নবনীতার ফেসবুক পোস্ট দেখে টলিপাড়ায় জল্পনা শুরু। ফেসবুকে লম্বা পোস্টে এমন সব শব্দ ব্যবহার করলেন নবনীতা, যা কিন্তু সম্পর্ক ভাঙনের ইঙ্গিত দেয়।
জিতু কমলের সঙ্গে ছবি পোস্ট করে নবনীতা লিখলেন, ”টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা… একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা…তোয়ালে শেয়ার হবেনা, সান স্ক্রিন ভাগাভাগি হবেনা….কিছুই আর একসাথে হবেনা… তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম।
নবনীতা পোস্টের শেষে লিখলেন, ”তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক…ভালো থাকো জিতু কমল”
২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্য়েই কিছু আদুরে ছবির কোলাজ শেয়ার করে করেন তিনি। এই চার বছরে অনেক ওঠাপড়া এসছে তাঁদের জীবনে। তবে একে-অপরের পাশে দাঁড়িয়েছেন শক্তভাবে। অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবির মুক্তির পর সত্যজিৎ রূপে জিতুকে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন নবনিতা। এরকম একটা মিষ্টি সম্পর্কে হঠাৎ কী হল? নবনীতা মুখ খুললেও, মুখ খোলেননি জিতু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.