Advertisement
Advertisement
Madhabi Mukherjee

গুরুতর অসুস্থ মাধবী মুখোপাধ্যায়, ভরতি হাসপাতালে

কী হয়েছে অভিনেত্রীর?

Bengali Actress Madhabi Mukherjee hospitalised| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 13, 2023 4:56 pm
  • Updated:July 13, 2023 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সূত্রের খবর, কয়েক সপ্তাহ আগেই পায়ে সংক্রমণ নিয়ে ভরতি হন হাসপাতালে। প্রথমে তাঁকে রাখা হয়েছিল জেনারেল বেডে। তবে অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাধবী মুখোপাধ্য়ায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে বিপদ এখনও কাটেনি। তাই তাঁকে এখনও সিসিইউয়ে রাখা হয়েছে। অভিনেত্রীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, অভিনেত্রীর দু পায়ে র‍্যাশ বেরিয়েছিল। তার থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। জানা গিয়েছে, পায়ে সংক্রমণ হয়েছে তাঁর।

Advertisement

[আরও পড়ুন: ভগবান শিবের ভূমিকায় অভিনয়, ধর্মীয় বিতর্ক এড়াতে আগেভাগেই সেন্সর বোর্ডের দ্বারস্থ অক্ষয়]

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবারও অভিনেত্রীর নানা পরীক্ষা-নীরিক্ষা হয়েছে। যদি টেস্টের রিপোর্ট ঠিক থাকে তাহলে আগামীকাল অর্থাৎ শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে এখনও চিকিৎসকের কড়া নজরে রয়েছেন অভিনেত্রীর।

[আরও পড়ুন: হিমাচলের হড়পা বানে আটকে পরিবার! আতঙ্কে মুম্বইতে বিনিদ্র রজনী কাটাচ্ছেন অভিনেত্রী রুবিনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement