Advertisement
Advertisement
Sandhya Roy

অসুস্থ অভিনেত্রী সন্ধ্যা রায়, শ্বাসকষ্ট নিয়ে ভরতি হাসপাতালে

করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

Bengali actress and politician Sandhya Roy hospitalized | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 7, 2021 1:03 pm
  • Updated:May 7, 2021 2:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ অভিনেত্রী সন্ধ্যা রায় (Sandhya Roy)।  আর এন টেগোর হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। ৮০ বছরের অভিনেত্রীর গায়ে জ্বর রয়েছে বলে শোনা গিয়েছে। সর্দিও রয়েছে তাঁর। বুকে কফ জমেছে। তবে অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই করোনা (Corona Virus) পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি বলেই খবর।

নবদ্বীপে জন্ম সন্ধ্যা রায়ের। অভিনেত্রীর জন্মের কিছুদিন পর বাংলাদেশ চলে গিয়েছিল তাঁর পরিবার। পরে ১৯৫৭ সালে ভারতে ফেরেন সন্ধ্যা রায়। সিনেমার জগতে তাঁর প্রবেশ ছয়ের দশকে।  ‘মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনী সংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘বাবা তারকনাথ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।  আটের দশকের মাঝামাঝি সময়ে প্রথমসারির অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়।তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ সিনেমায় অভিনয় করার জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। BFJA  এবং কালাকার অ্যাওয়ার্ডও পেয়েছেন। 

Advertisement

[আরও পড়ুন: বাংলার পরিস্থিতি নিয়ে ‘ভুয়ো’ তথ্য সোশ্যাল মিডিয়ায়, কঙ্গনার বিরুদ্ধে FIR দায়ের তৃণমূল মুখপাত্রের]

২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সন্ধ্যা রায়। ভোটে জিতে মেদিনীপুরের সাংসদ হন তিনি। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। হাসপাতালে বেডের জন্য হাহাকার। অক্সিজেন অপ্রতুল। অতিমারীর এই সময়ে একাধিক নক্ষত্র হারিয়েছে বিনোদন জগৎ। গত বছর করোনা আক্রান্ত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। করোনামুক্ত হলেও শেষ রক্ষা হয়নি। প্রবাদপ্রতীম শিল্পীকে হারিয়েছে বাংলা। কিছুদিন আগে করোনার কারণে প্রয়াত হন প্রখ্যাত সাহিত্যিক শঙ্খ ঘোষ। এমন পরিস্থিতিতে সন্ধ্যা রায়ের অসুস্থতায় চিন্তিত অনুরাগীরা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা। আপাতত সন্ধ্যা রায়ের কোভিড (COVID-19) পরীক্ষার রিপোর্টের প্রতীক্ষায় চিকিৎসকরা। অভিনেত্রী করোনায় আক্রান্ত কি না, তা জেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে খবর। 

[আরও পড়ুন: অতিমারীর সুযোগ নিয়ে টাকা হাতানোর চেষ্টা! স্ক্রিনশট পোস্ট করে সতর্ক করলেন স্বস্তিকা]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement