সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (CoronaVirus) কালেই ফের নক্ষত্রপতন। প্রয়াত বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা তথা সংগীতশিল্পী শক্তি ঠাকুর (Shakti Thakur)। সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান শিল্পীর। ফেসবুকে বাবার মৃত্যুর খবর জানান বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর (Mehuli Goswami Thakur)।
মেহুলির পোস্ট থেকে জানা যায়, সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হন শক্তি ঠাকুর। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। কয়েক ঘণ্টার মধ্যেই প্রয়াত হন টলিউডের প্রবীণ শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। একাধিক বাংলা সিনেমা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শক্তি ঠাকুর। উৎপল দত্ত (Utpal Dutt), বিকাশ রায়ের (Bikash Roy) মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। অভিনয়ের পাশাপাশি তাঁর ভালবাসা ছিল গান। আধুনিক গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন শক্তি ঠাকুর। বাবার এই গানের উত্তরাধিকার পেয়েছেন ছোট মেয়ে মোনালি ঠাকুর (Monali Thakur)। বলিউডে একাধিক হিন্দি সিনেমায় গান গেয়েছেন মোনালি। করোনা কালের আগে থেকেই রয়েছেন সুইৎজারল্যান্ডে। বাবার শেষকৃত্যে যোগ দিতে পারেননি। ”আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাবা মায়েরা একদিন চলে যায়”। ফেসবুকে লেখেন মেহুলি।
করোনা কালে একাধিক তারকাকে হারিয়েছে বিনোদন জগৎ। এপ্রিলেই একদিনের তফাতে ঋষি কাপুর(Rishi kapoor) এবং ইরফান খান (Irrfan Khan) প্রয়াত হন। ক্যানসারে আক্রান্ত হয়ে ৩০ এপ্রিল মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি। ঠিক তার একদিন আগে মুম্বইয়েই কোলন ইনফেকশনে মৃত্যুর হয় ইরফান খানের। দীর্ঘদিন ধরেই নিউরো এন্ডক্রিন টিউমারের চিকিৎসা করাচ্ছিলেন ইরফান। চলতি বছরেই বাংলা হারিয়েছে আরও এক কিংবদন্তি শিল্পীকে। মার্চ মাসে প্রয়াত হন অভিনেতা সন্তু মুখোপাধ্যায় (Santu Mukhopadhyay)। এরই মধ্যে শক্তি ঠাকুরের প্রয়াণের খবরে ফের শোকের ছায়া টালিগঞ্জের স্টুডিও পাড়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.