Advertisement
Advertisement

Breaking News

Sunil Shetty

সুনীল শেট্টির সিরিজে বাংলার অভিনেতা! চমক দেবেন বর্ধমানের শোয়েব কবীর

এই সিরিজ থেকেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন সুনীল শেট্টি।

Bengali Actor Shoaib Kabeer all set to wrap up shooting with Bollywood Actor Sunil Shetty | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 19, 2022 6:22 pm
  • Updated:February 19, 2022 10:25 pm  

আকাশ মিশ্র: বাংলা ছেড়ে অনেকদিন আগেই মুম্বই পাড়ি দিয়েছিলেন বর্ধমানের শোয়েব কবীর ( Shoaib Kabeer)। ভাল অভিনেতা হতে হবে, এটাই ছিল জেদ। ছোটবেলা থেকে দেখা সেই স্বপ্নই ধীরে ধীরে পূরণ হচ্ছে শোয়েবের। এখন তো নিয়মিত কলকাতা-মুম্বই ছোটাছুটি। কখনও টলিউডের ছবি ও সিরিজের শুটিং, তো কখনও মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি। কেরিয়ারে এই ব্যস্ততাই তো চেয়েছিলেন শোয়েব! সেই শোয়েবই এখন দারুণ ব্যস্ত নতুন সিরিজ নিয়ে। জি মিডিয়ার প্রযোজনায় তৈরি সুনীল শেট্টির প্রথম সিরিজে এবার দেখা যাবে বর্ধমানের এই শোয়েবকে। তবে শুধু সুনীল শেট্টি (Sunil Shetty) নয়, এ সিরিজে রয়েছেন বিবেক ওবেরয়, সোনালি কুলকার্নি, সিদ্ধার্থ মেননের মতো তারকারা! এর আগে শোয়েবকে দেখা গিয়েছিল মুম্বই বিস্ফোরণ নিয়ে তৈরি ‘২৬/১১’ সিরিজে। যেখানে আজমল কাসভের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেতা। অভিনয় করেছিলেন বিরসা দাশগুপ্তর সিরিজ ‘ব্ল্যাক উইডোতে’ও। 

কী নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ?

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটালকে শোয়েব জানিয়েছেন, ‘এক গ্যাংস্টার ও এক পুলিশ অফিসারের গল্প বলবে এই সিরিজ। গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে সুনীল শেট্টিকে আর পুলিশ অফিসার ভূমিকায় বিবেক ওবেরয়। তবে এই গ্যাংস্টারের গল্পে ঢুকে পড়বে সমকামী মানুষের ভালবাসার গল্পও।’

শোয়েবের কথায়, ‘এই সিরিজে আমি এক সমকামী মানুষের চরিত্রে অভিনয় করছি। ছবিতে আমার নাম কমল। কমল গ্যাংস্টারের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। সিদ্ধার্থ মেনন সুনীল শেট্টির ছেলের চরিত্রে অভিনয় করছেন। এর থেকে বেশি সিরিজের গল্পটা বললে সাসপেন্স চলে যাবে। তবে বলতে পারি, প্রচুর স্তর রয়েছে এই সিরিজের গল্পে।’

আজমল কাসভের চরিত্রে শোয়েব কবীর

[আরও পড়ুন: এপার বাংলার নয়, এবার ওপার বাংলার নুসরতের প্রেমে যশ দাশগুপ্ত!]

তবে শুধু এই সিরিজ নয়, টলি পরিচালক অনীক দত্তর ‘অপরাজিত’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শোয়েবকে। টলিউড, বলিউড মিলিয়ে শোয়েবের হাতে এখন বেশ কিছু প্রোজেক্ট। তবে আপাতত, শোয়েব মন দিয়েছেন এই সিরিজেই। 

এই সিরিজে রয়েছেন বিবেক ওবেরয়ও।

[আরও পড়ুন: ব্রাত্য বলিউড! হিমাচলে গোপনেই বিয়ে সারলেন অভিনেতা বিক্রান্ত মাসে, দেখুন ছবি ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement