সুপর্ণা মজুমদার: জীবনের খাতায় আরও এক বছরের অধ্যায় সম্পূর্ণ। জোড়া বিশের এই বছর নীলকণ্ঠের গরলের চাইতে কোনও অংশে কম ছিল না। করোনা, আমফান, সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), ঋষি কাপুর, ইরফান খান, সুশান্ত সিং রাজপুতের মতো তারকাদের চলে যাওয়া। মানুষের পরিযায়ী তকমা পাওয়া। জীবনে আইসোলেন, স্যানিটাইজার, মাস্কের গুরুত্ব বোঝা। বোঝার এই বোঝা নিয়েই প্রায় গোটা বছরটা কাটল। রাত পোহালেই নতুন বছর। সুদিন ফেরার আশায় গোটা বিশ্ব। তার আগে অতীতের পাতার ঘটনাবহুল এই বছরকে কবিতার মাধ্যমে স্মরণ করলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ছন্দে ফেরালেন বিশেষ বিষাক্ত স্মৃতিগুলি।
View this post on Instagram
বছরশেষে অনেকেই পার্টির প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ভবিষ্যতের পথে পা বাড়ানোর আগে অতীতের গুরুত্ব অনুভব করা প্রয়োজন। সেই তাগিদ অনুভব করেই দুই বছরের সন্ধিক্ষণে কবিতাটি লিখে ফেলেছেন রুদ্রনীল। সাদা-কালোর প্রেক্ষাপটে নিজে তা পাঠ করেছেন। ক্যাপশনে লিখেছেন, “বিশের বিষ আজ শেষ। রাত ফুরোলেই ২১! কিছু ফ্ল্যাশব্যাক”। কবিতায় উঠে এসেছে কৃষকদের সংঘর্ষের কথাও।
বছরের শেষ দিনেই মুক্তি পেল রুদ্রনীল ও শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) অভিনীত ‘প্রতিদ্বন্দ্বী’। ছবিতে ডা: বক্সীর চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত। আর রুদ্রনীলকে দেখা যাবে অংকের শিক্ষক সুকুমার সেনের চরিত্রে। শুধুমাত্র ডার্ক থ্রিলার নয়, এ ছবির মধ্যে রয়েছে পারিবারিক মূল্যবোধ ও বন্ধুত্বের কাহিনি। সকলেরই তা ভাল লাগবে বলে সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানালেন রুদ্রনীল।
View this post on Instagram
নতুন বছর থেকে রুদ্রনীল ঘোষের কী প্রত্যাশা? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, “কেন্দ্র, রাজ্য যেকোনও সরকারই এমন কিছু সিদ্ধান্ত নিক যেটা রাজনৈতিক আকচা-আকচির বাইরে গিয়ে শুধু মানুষের যে ক্ষতি হয়েছে সেইটুকু যেন পূরণ করে। একা ভাল থাকা যায় না। অনেককে নিয়েই আমি। ওঁরা রুদ্রনীল বলে ডাকে বলেই আমি রুদ্রনীল। তো তাঁরাই যদি ভাল না থাকে, তাহলে আমার একা ভাল থেকে তো লাভ নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.