Advertisement
Advertisement
Pradhan Trailer

বড়দিনে শাহরুখের ‘ডাঙ্কি’র সঙ্গে লড়াইয়ে প্রস্তুত? উত্তর দিলেন ‘প্রধান’ দেব

মুক্তি পেল 'প্রধান' ছবির ট্রেলার।

Dev new movie Pradhan Trailer out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 4, 2023 6:47 pm
  • Updated:December 4, 2023 8:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেব মানেই চমক। হ্যাঁ, একের পর এক ছবিতে নতুন নতুন চরিত্রে দর্শকদের চমক দিচ্ছেন দেব। কখনও কিশমিশ ছবির কলেজ পড়ুয়া, কখনও আবার বাবার প্রতি প্রেম উজার করে ‘প্রজাপতি’। কখনও আবার স্বাধীনতা সংগ্রামী ‘বাঘা যতীন’। তবে এবার যেন আরও বেশি চমক। উর্দি পরে একেবারে দাবাং পুলিশ অফিসার দীপক প্রধান ওরফে দেব।

প্রকাশ্যে এল পরিচালক অভিজিৎ সেনের নতুন ছবি ‘প্রধান’-এর ট্রেলার। প্রথম ঝলকেই ইঙ্গিত, এই ছবিতে দেবকে দেখা যাবে একেবারে অ্যাকশন অবতারে। দুর্নীতির সঙ্গে কোনও সমঝোতা নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এক পুলিশ অফিসারের গল্প বলবে ‘প্রধান’। এই ছবিতে দেবের সঙ্গে জুটি বেঁধেছেন সোহম চক্রবর্তী। সোহমকেও দেখা যাবে পুলিশের চরিত্রে। খলনায়কের চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। দেবের বিপরীতে রয়েছেন সৌমিতৃষা কুণ্ডু।। এছাড়াও রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শংকরের মতো অভিনেতারা। চলতি বছরের বড়দিনে আসছে দেবের ‘প্রধান’।

Advertisement

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এর ২৬ সেকেন্ডের দৃশ্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া! কী করেছেন রণবীর?]

ছবি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পরিচালক অভিজিৎ সেন বলেন, “‘টনিক’-এর পরে ‘প্রধান’ আবার আমাকে আমার দুই প্রিয় অভিনেতা দেব আর পরাণদার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে। দুজনের অনস্ক্রিন রসায়ন এক কথায় অসামান্য এবং এত বড় আর প্রতিভাবান কাস্টের সঙ্গে কাজ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা। আমি নিশ্চিত যে দর্শক এক নতুন অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাবেন। একটা মনে রাখার মতো সিনেমা তৈরি করার চেষ্টা করেছি।”

অন্যদিকে, বড়দিনে মুক্তি পাবে শাহরুখের ‘ডাঙ্কি’ও। স্বভাবতই একটা কঠিন লড়াইয়ের মুখে পড়বে দেবের এই ছবি। কী বললেনন দেব? তাঁর কথায়, ”অনেক ছবিই আসবে। তবে হাল ছাড়লে চলবে না। ছেড়ে দিলে তো আমাদেরই ক্ষতি।”

[আরও পড়ুন: ‘কফি উইথ করণ’-এ এসে বিপাকে কৃতী স্যানন! মান বাঁচাতে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement