সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনে বড় সেলিব্রেশন। সুপারস্টার দেবের সেলিব্রেশন দ্বিগুন। ১৯৮২ সালের ২৫ ডিসেম্বরই জন্ম দীপক অধিকারীর। গোটা বাংলার কাছে আজ তিনি দেব (Dev)। করোনা (CoronaVirus) পরিস্থিতিতে শেষ সময় পর্যন্ত সকলকে বারণ করেছিলেন কোনওরকম পরিকল্পনা করতে। মাঝরাতেও ‘গোলন্দাজ’ (Golondaaj) ছবির শুটিং করছিলেন। কিন্তু একজন বারণ শোনার পাত্রী নন। কারণ তাঁর প্রিয় পাত্র দেব। কেক নিয়ে সোজা দেবের ছবির সেটে পৌঁছে গিয়েছিলেন রুক্মিণী (Rukmini Maitra)। ধুতির উপরে জ্যাকেট পরেই কেক কাটেন সুপারস্টার। সেটের সকলকে নিজের হাতে খাইয়ে দেন।
Birthday Celebration @idevadhikari @RukminiMaitra #HappyBirthdayDEV
(Video by- Arnold Fudge) pic.twitter.com/zM8enJh0B9Advertisement— BALARAM DASMONDAL (@balaram_dm) December 24, 2020
দেবের সঙ্গে নিজের ছবি টুইট করে ক্যাপশনে অভিনেতাকে ‘মুচ্ছড়’ বলে সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিণী। পাশাপাশি গোঁফটি কেটে ফেলারও আবদার করেছেন। সম্ভবত ‘গোলন্দাজ’ ছবির শুটিং শেষ হলেই প্রিয় মানুষের এই আবদারটি রাখতে পারবেন দেব।
Happy Birthday Mucchadh!
@idevadhikari
The years can keep adding, but this moustache has now gotto go!pic.twitter.com/5BfmDDxypv
— RUKMINI MAITRA (@RukminiMaitra) December 24, 2020
রুক্মিণীর সঙ্গে ছবি টুইট করে তাঁকে ধন্যবাদও দিয়েছেন দেব। বিশাল ব্যানারের সামনে পোজ দিয়েছেন দুই তারকা। যাতে লেখা, “ হ্যাপি বার্থ ডে দেব। আমি তোমাকে ভালবাসি… আর তুমি তা জানো”। টুইটের ক্যাপশনে দেব আবার লিখেছেন, “ধন্যবাদ রুক্মিণী, বছরের পর বছর তুমি আমাকে সারপ্রাইজ করতে পার। এভাবেই পাশে থেকো।”
Thanku @RukminiMaitra
Year after year, u never fail to surprise me n be there for me. pic.twitter.com/l2wEdG1ZKu— Dev (@idevadhikari) December 24, 2020
চলতি বছরে ছোটপর্দাতেও দেখা যাবে দেবকে। মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘ডান্স ডান্স জুনিয়র’ শোয়ের নতুন মরশুমে থাকছেন তিনি। মিঠুন সঙ্গে কাজ করবেন বলেই এই শোয়ের অঙ্গ হয়েছেন দেব। মিঠুনও দেবের সঙ্গেই এই কাজ করতে চেয়েছিলেন। ২৫ ডিসেম্বরই প্রকাশ্যে এসেছে দেবকে নিয়ে তৈরি অ্যান্থেম (Dev Anthem 2020) ‘তুমি দেব তুমি সুপারস্টার’। স্যাভির সুরে গানটি গেয়েছেন ঈশান। গানের কথা লিখেছেন সোহম মজুমদার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.