Advertisement
Advertisement

Breaking News

Bengali Actor Dev

শুটিং সেটে দেবের জন্মদিনের সেলিব্রেশনে রুক্মিণী, প্রকাশ্যে ‘তুমি দেব, তুমি সুপারস্টার’ ভিডিও

জন্মদিনের দেবের কাছে একটিই আবদার রুক্মিণীর!

Bengali Actor Dev celebrate his birthday with Rukmini Maitra at Golondaaj movie set | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 25, 2020 9:49 am
  • Updated:December 25, 2020 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনে বড় সেলিব্রেশন। সুপারস্টার দেবের সেলিব্রেশন দ্বিগুন। ১৯৮২ সালের ২৫ ডিসেম্বরই জন্ম দীপক অধিকারীর। গোটা বাংলার কাছে আজ তিনি দেব (Dev)। করোনা (CoronaVirus) পরিস্থিতিতে শেষ সময় পর্যন্ত সকলকে বারণ করেছিলেন কোনওরকম পরিকল্পনা করতে। মাঝরাতেও ‘গোলন্দাজ’ (Golondaaj) ছবির শুটিং করছিলেন। কিন্তু একজন বারণ শোনার পাত্রী নন। কারণ তাঁর প্রিয় পাত্র দেব। কেক নিয়ে সোজা দেবের ছবির সেটে পৌঁছে গিয়েছিলেন রুক্মিণী (Rukmini Maitra)। ধুতির উপরে জ্যাকেট পরেই কেক কাটেন সুপারস্টার। সেটের সকলকে নিজের হাতে খাইয়ে দেন।

দেবের সঙ্গে নিজের ছবি টুইট করে ক্যাপশনে অভিনেতাকে ‘মুচ্ছড়’ বলে সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিণী। পাশাপাশি গোঁফটি কেটে ফেলারও আবদার করেছেন। সম্ভবত ‘গোলন্দাজ’ ছবির শুটিং শেষ হলেই প্রিয় মানুষের এই আবদারটি রাখতে পারবেন দেব।

[আরও পড়ুন: ‘হইচই’য়ে আসছে সৃজিতের নতুন সিরিজ, অঞ্জন দত্ত-অনির্বাণদের সঙ্গী এবার রাহুল বোস]

রুক্মিণীর সঙ্গে ছবি টুইট করে তাঁকে ধন্যবাদও দিয়েছেন দেব। বিশাল ব্যানারের সামনে পোজ দিয়েছেন দুই তারকা। যাতে লেখা, “ হ্যাপি বার্থ ডে দেব। আমি তোমাকে ভালবাসি… আর তুমি তা জানো”। টুইটের ক্যাপশনে দেব আবার লিখেছেন, “ধন্যবাদ রুক্মিণী, বছরের পর বছর তুমি আমাকে সারপ্রাইজ করতে পার। এভাবেই পাশে থেকো।”

চলতি বছরে ছোটপর্দাতেও দেখা যাবে দেবকে। মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘ডান্স ডান্স জুনিয়র’ শোয়ের নতুন মরশুমে থাকছেন তিনি। মিঠুন সঙ্গে কাজ করবেন বলেই এই শোয়ের অঙ্গ হয়েছেন দেব। মিঠুনও দেবের সঙ্গেই এই কাজ করতে চেয়েছিলেন। ২৫ ডিসেম্বরই প্রকাশ্যে এসেছে দেবকে নিয়ে তৈরি অ্যান্থেম (Dev Anthem 2020) ‘তুমি দেব তুমি সুপারস্টার’। স্যাভির সুরে গানটি গেয়েছেন ঈশান। গানের কথা লিখেছেন সোহম মজুমদার।

[আরও পড়ুন: মূক ও বধির পড়ুয়াদের সঙ্গে আগাম বড়দিনে মাতলেন ঋতাভরী, পোস্ট করলেন ছবি-ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement