Advertisement
Advertisement

Breaking News

দেব

‘সবার উপরে মানুষ সত্য’, ধর্ম নিয়ে ট্রোলের মোক্ষম জবাব দিলেন দেব

কী জবাব দিলেন অভিনেতা?

Bengali actor and TMC candidate Dev trolled over 'Islamic attire'
Published by: Bishakha Pal
  • Posted:May 10, 2019 4:54 pm
  • Updated:May 10, 2019 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছর লোকসভা নির্বাচনে ফের তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন তিনি। কিন্তু প্রচারে গিয়ে রাজনৈতিক নেতাদের প্রিয় ‘কাদা ছোঁড়াছুড়ি খেলা’ থেকে শতহস্ত দূরে ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। বরং তাঁর মার্জিত ব্যবহার ভাবিয়েছে ভোটারদের। কিন্তু তাই বলে বিতর্ক কি আর থেমে থাকে? হাজার চেষ্টা করলেও এটি কখনও প্রার্থীদের পিছু ছাড়ে না। তাই ভোটের মরশুমে তাঁর মার্জিত স্বভাব রক্ষা করতে পারল না দেবকে। ট্রোলড হয়েই গেলেন তিনি।

তবে এই ট্রোলিং কিন্তু নেহাত হালকা কোনও ইস্যু নিয়ে ঠাট্টা-ইয়ার্কি বা নিত্যনৈমিত্তিক সিনেমা নিয়ে চর্বিতচর্বণ নয়। দেবের বিরুদ্ধে যে ট্রোলটি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তা বেশ মারাত্মক। ফেসবুকে দিন দুই আগে এক ব্যক্তি দেবের খান তিনেক ছবি শেয়ার করেন। ছবিগুলিতে দেবের মাথায় রয়েছে টুপি। একটি ছবিতে তো তিনি আজান পড়ছেন। ছবির সঙ্গে ওই ব্যক্তি লেখেন ‘কলকাতার বিশিষ্ট অভিনেতা দেব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তার এই মেহনতকে কবুল করুক আমিন।’

Advertisement

[ আরও পড়ুন: বিয়ে নয়, রিয়েল লাইফে বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সলমন খান! ]

ভোটের মরশুমে এমন একটি পোস্ট থেকে ছড়াতে পারে উত্তেজনা। এমনকী ব্যালট বাক্সেও এর প্রভাব পড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এমন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা দেবের। ওই ব্যক্তির উপর একেবারেই খড়গহস্ত হননি অভিনেতা। বরং এখানেও তিনি মার্জিত রুচির পরিচয় দিয়েছেন। জানিয়েছেন, সব ধর্মের আচার-অনুষ্ঠান তিনি ছোট থেকেই পালন করেন। দুই ধর্মের মধ্যে কোনও ফারাক তিনি দেখতে পান না। তাঁর নিজের কাছে ধর্ম মানে সিনেমা। ধর্ম মানে মানব ধর্ম। নিয়ম নীতি পালন তাঁর কাছে আচারমাত্র। তিনি শিখেছেন, ‘ঈশ্বর আল্লা তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। যিনি আমাকে ভালবেসে মুসলমান ভাবছেন তাকেও দোষ দিই না, যিনি আমাকে হিন্দু বা খ্রিস্টান ভাবেন তাকেও না। আমার ধর্ম মানব ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’

ছবি- পিন্টু প্রধান

dev-reaction

[ আরও পড়ুন: ‘মোদি বিরোধী’ স্বরার সামনেই প্রধানমন্ত্রীর প্রশংসা, মোক্ষম জবাব অভিনেত্রীর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement