Advertisement
Advertisement

Breaking News

Jeet

হাইটেক বাইকে চড়ে আকাশে উড়ছেন জিৎ! নায়কের ‘বুমেরাং’-এ বড় চমক

কবে মুক্তি পাবে এই ছবি?

Bengal Superstar Jeet Unveiling First Look of
Published by: Akash Misra
  • Posted:April 11, 2024 10:35 am
  • Updated:April 11, 2024 10:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চেঙ্গিজ’ ছবি সুপারহিট হওয়ার পর টলিউড সুপারস্টার জিৎ জানিয়ে দিয়েছিলেন সবাইকে চমকে দিতে নতুন ছবি বুমেরাং তৈরি করছেন। সেই অনুযায়ী, গত বছর জুলাই মাসেই ছবির শুটিং শুরু করেছিলেন জিৎ। এই ছবিতে জিতের বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র। তার পর থেকেই জিৎ অনুরাগীরা অধীর আগ্রহে বসে ছিলেন এই ছবির মুক্তির অপেক্ষায়। আর এবার সেই আগ্রহেই বাড়িয়ে দিতে প্রকাশ্য়ে এল জিতের ‘বুমেরাং’ ছবির ফার্স্টলুক। হাইটেক বাইকে চেপে কলকাতা যে কাঁপাবেন টলিউড হার্টথ্রব জিৎ, তাঁর ইঙ্গিত পাওয়া গেল প্রথম ঝলকেই।

জিতের নতুন ছবি ‘বুমেরাং’-এ দেখা যাবে দেবচন্দ্রিমাকে। তবে দেবচন্দ্রিমার বিপরীতে জিৎ নয়, থাকছেন অভিনেতা সত্যম রায়চৌধুরী। আর এই ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। জিৎ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু। 

Advertisement

[আরও পড়ুন: জামরুল চাষ করছেন মিমি! গাছ ভর্তি ফল দেখে আহ্লাদে আটখানা অভিনেত্রী, দেখুন ভিডিও]

আগামী ১০ মে ‘বুমেরাং’-এর মুক্তি পাওয়ার কথা ছিল। তার আগে ৭ মে (তৃতীয় দফা) মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট। আবার ১৩ মে (চতুর্থ দফা) নির্বাচন হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে। আর এই কারণেই ‘বুমেরাং’-এর মুক্তির তারিখ পিছিয়ে করা হল ৭ জুন। জিতের প্রযোজনা সংস্থার পক্ষে থেকে জানানো হয়েছে, ভোটের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে তার পর মুক্তির তারিখ পালটানো হয়েছে। জিতের এই নতুন মশালা ফিল্ম কেমন ব্যবসা করে এবার সেটাই দেখার।

[আরও পড়ুন: ‘ধর্ম নিয়ে মশকরা নয়!’, বোল্ড ফটোশুট করতেই হুমকির মুখে পপ তারকা রিহানা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement