Advertisement
Advertisement
Super Singer Grand Finale

দেব-কোয়েলের রসায়ন থেকে শানুর গানে প্রসেনজিতের নাচ, জমজমাট ‘সুপার সিঙ্গার’-এর ফিনালে

টানা ১০ ঘণ্টা চলবে সুরের উৎসব, দেখুন আগাম ঝলক।

Bangla news of Bengali Show: Bengal is all set to witness the Super Singer Grand Finale on 4 th October | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 2, 2020 9:50 pm
  • Updated:October 3, 2020 12:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার মানেই ছুটির দিন। আর এই ছুটির দিনকে সুরেলা করে তুলতে চলেছে স্টার জলসার (Star Jalsha) রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’-এর (Super Singer) গ্র্যান্ড ফিনালে। ১-২ ঘণ্টা নয়, একটানা ১০ ঘণ্টা ধরে সুরের সমুদ্রে দর্শকদের ভাসিয়ে নিয়ে যাবেন টলিউড-বলিউডের তারকারা। সঙ্গে অবশ্যই থাকবেন সঞ্চালক যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)।

 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

সকল মেগাস্টারদের উপস্থিতিতে কে হয়ে উঠবে সেরার সেরা ? দেখুন #SuperSingerSuperFinale 4 অক্টোবর 1:00 PM #StarJalsha #স্টারজলসা @singer_shaan @mitralopamudra @rupankarbagchi_official @abhijeetbhattacharya @kumarsanuofficial @sukhwindersinghofficial @sonunigamofficial @silajit_music @aroyfloyd @yourkoel @imdevadhikari @prosenstar

A post shared by Star Jalsha (@starjalsha) on

[আরও পড়ুন: সৌন্দর্যের সংজ্ঞা বদলে দিতে আসছে ‘ওগো নিরুপমা’, দেখে নিন আগাম ঝলক]

তিন ধাপে চূড়ান্ত লড়াই করবেন শোয়ের ৬ জন প্রতিযোগী সঞ্চারী, শ্রয়ী, রাজদীপ, দীপমিতা, শালিনী, ময়ূরী । তাঁদের উৎসাহ দিতে আসবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শুধু মঞ্চে অবতীর্ণ হওয়াই নয়, মেলোডি কিং কুমার শানুর (Kumar Sanu) গানের সঙ্গে তাল মিলিয়ে রীতিমত নাচবেন ‘বুম্বা’দা। চোখ ধাঁধিয়ে টলি ডিভা কোয়েল মল্লিকের (Koel Mallick) সঙ্গে এন্ট্রি নেবেন সুপারস্টার দেব (Dev)। বিচারক শান, লোপামুদ্রা মিত্র, অভিজিৎ, রূপঙ্কর বাগচির পাশাপাশি থাকবে অনুপম রায় এবং শিলাজিৎ। থাকবেন বলিউডের আরেক মেলোডি কিং সোনু নিগম (Sonu Nigam)। বিশেষ পারফরম্যান্স থাকবে বলিউডের ‘রামতা যোগী’ সুখবিন্দর সিংয়ের (Sukhwinder Singh)। আশা ভোঁসলে, মান্না দে-র গান শোনা যাবে অভিজিৎ আর সোনু নিগমের গলায়।

[আরও পড়ুন: হাসির ফোয়ারা নিয়ে ফিরছে ‘মীরাক্কেল’, শ্রীলেখার বদলে এবার বিচারক পাওলি!]

শুভঙ্কর চট্টোপাধ্যায়ের প্রযোজনা এবং পরিচালনায় গোটা অনুষ্ঠানটি সাজানো হয়েছে। রবিবার বেলা একটা থেকে শুরু হবে সুরের এই উৎসব। টানা দশ ঘণ্টা দর্শকদের মনোরঞ্জন করবেন প্রতিযোগী এবং তারকারা। তারপরই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। যখন জানা যাবে ২০২০-র ‘সুপার সিঙ্গার’-এর নাম।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement