সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত দার্জিলিংয়েই রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। সেখান থেকেই সামলাচ্ছেন প্রশাসনিক দায়িত্ব। বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করছেন তিনি। আর এবার ‘এভারগ্রিন’ মিলিন্দ সোমনের সঙ্গে সাক্ষাৎ বাংলার রাজ্যপালের। টুইটে সেই ছবি শেয়ার করলেন তিনি।
টুইটে জগদীপ ধনকড় মিলিন্দ সোমনের (Milind Soman) সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে লেখেন, সুপারমডেল মিলিন্দ আমাদের যুবসমাজকে উৎসাহিত করে। তাঁর অনুপ্রেরণা যুবসমাজকে শরীরচর্চায় এগিয়ে যাওয়ার বার্তা দেয়।
Received Milind Soman @milindrunning @5Earthy and his mother at Raj Bhawan Darjeeling.
Great fitness promoter, supermodel, and actor is hugely motivational and inspirational for youth in particular.
Our youth demographic dividend will get geometric hype with focus on fitness. pic.twitter.com/3Eu28et832
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 30, 2020
ভারতে ম্যারাথনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সুপার মডেল মিলিন্দ সোমান। দেশের যে কোনও প্রান্তে ম্যারাথন হোক না কেন তিনি আমন্ত্রণ পান। সম্প্রতি মিলিন্দ সোমন, তাঁর স্ত্রী অঙ্কিতা ও মা ঊষাকে নিয়ে ২১ কিলোমিটার ম্যারাথনে যোগ দিয়েছিলেন। মিলিন্দ নিজেই ইনস্টাগ্রামে (Instagram) সেকথা শেয়ারও করেন। ম্যারাথনে তাঁর স্ত্রী অঙ্কিতা ২১ কিলোমিটার এবং মা ঊষা ১০ কিলোমিটার সম্পূর্ণ করেছেন। এই ম্যারাথন হয়েছে দার্জিলিংয়ের কঠিন পাহাড়ি রাস্তায়। যেখানে অংশ নিয়েছিলেন ২০০০ জন প্রতিযোগী।
View this post on Instagram
দশ কিলোমিটার ও একুশ কিলোমিটার বিভাগের ওই ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা এসেছিলেন বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে। মিলিন্দ এই ইভেন্টের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। প্রত্যেকবছর নভেম্বরে দার্জিলিংয়ে (Darjeeling) এই ম্যারাথনের আযোজন করা হয়ে থাকে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.