সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন অভিনয় জগতে আর সেভাবে দেখা পাওয়া যেত না তাঁর৷ কিন্তু ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিতে অভিনয়ের পর থেকে আবারও অন্তরালে থাকা বিবেক ওবেরয়ই শিরোনামে৷ বিভিন্ন জটিলতা কাটিয়ে শুক্রবারই মুক্তি পাবে মোদির বায়োপিক৷ তার আগে বলি অভিনেতাকে খুনের হুমকি দিল মাওবাদীরা৷ বুধবার এই হুমকি পাওয়ার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিবেক৷বাড়তি নিরাপত্তার দাবিও করেন৷ অভিযোগ পাওয়ার পর থেকেই বিবেক ওবেরয়ের জন্য চব্বিশ ঘণ্টার পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন৷ নিজেকে যতক্ষণ না নিরাপদ মনে করবেন তিনি, ততক্ষণই পাবেন পুলিসের নিরাপত্তা৷
উমঙ্গ কুমারের ছবির নাম শুনেই বোঝা গিয়েছিল, কী হতে পারে তার গল্প৷ ট্রেলার মুক্তি পাওয়ার পর আরও পরিষ্কার হয়ে যায় ছবির বিষয়বস্তু৷ একজন চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠা পর্যন্ত তাঁর জীবনের নানা চড়াই-উতরাইকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির চিত্রনাট্য৷ নির্বাচনী আবহে ট্রেলার মুক্তির পর থেকে নানা বিতর্ক মাথাচাড়া দেয়৷ ছবি মুক্তির দিন নির্বাচনের ঠিক আগেই স্থির করায় তা নিয়ে শোরগোল ফেলে দেন রাজনীতিকরা৷ এই ছবি ভোটারদের প্রভাবিত করতে পারে বলেই অভিযোগ করেন তাঁরা৷ বিরোধিতার জল গড়ায় সর্বোচ্চ আদালতেও৷ নির্বাচন কমিশনের নির্দেশে পিছিয়ে যায় ছবি মুক্তি৷ স্থির হয় বৃহস্পতিবার ভোটের ফলপ্রকাশের পরেরদিন অর্থাৎ ২৪ মে মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদি’৷ রাজনীতির কোনও যোগাযোগ না থাকা সত্ত্বেও ছবি নিয়ে ‘রাজনীতি’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিবেক ওবেরয়৷
লোকসভা নির্বাচনের এক্সিট পোলের রিপোর্টের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের অতীত ও বর্তমান সম্পর্কের তুলনা টেনে সোমবার একটি টুইট করে বিতর্কে জড়ান বিবেক। এই কারণে কড়া সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। অভিনেতাকে কড়া নোটিস পাঠায় মহিলা কমিশন। প্রবল চাপের মুখে টুইট বিতর্কে ক্ষমা চাইতে বাধ্য হন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। সেইসঙ্গে বিতর্কিত টুইটটি মুছেও দেন তিনি। মোদির পক্ষে একের পর এক লাগাতার সওয়াল করার জেরেই বিবেককে প্রাণহানির হুমকির মুখোমুখি হতে হয়েছে বলেই দাবি অভিনেতার৷ যদিও নিন্দুকদের দাবি, ছবি মুক্তির আগে নিজে সহানুভূতি পাওয়ার জন্য প্রাণহানির হুমকির কথা বলছেন বিবেক ওবেরয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.