Advertisement
Advertisement

Breaking News

Hrithik Roshan

রামভজন শুনে গোমাংসের সিঙাড়া, মদ-হুক্কা দিয়ে দেদার পার্টি! হৃতিকের শো ঘিরে বিতর্কের ঝড়

রামনবমীতে বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতি কলুষিত করার অভিযোগ হৃতিক রোশনের বিরুদ্ধে।

Beef Samosas, Alcohol Sold at Hrithik Roshan's US Event, Claims X User
Published by: Sandipta Bhanja
  • Posted:April 11, 2025 10:00 am
  • Updated:April 11, 2025 10:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে হৃতিক রোশনের শো ঘিরে একের পর এক বিতর্ক। দিন কয়েক আগেই ডল্লাসের অনুষ্ঠানে মাত্র ৩০ মিনিটের জন্য মঞ্চে দেখা দিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। অভিযোগ উঠেছিল, ১.৩০ লাখি টিকিট কিনেও উদ্যোক্তাদের প্রতিশ্রুতিমাফিক হৃতিকের ধারে-কাছে ঘেঁষতে পারেননি দর্শক-অনুরাগীরা! তার জন্য অবশ্য ডল্লাসের ‘রঙ্গোৎসব’ অনুষ্ঠানের আয়োজকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন দর্শকরা। এবার সেই শো আরও একবার বিতর্কের শিরোনামে।

গত ৬ এপ্রিল ছিল রামনবমী। এদিনই হিউস্টনে অনুষ্ঠান করতে পৌঁছন হৃতিক রোশন। আর সেই অনুষ্ঠানের একাধিক ছবি-ভিডিও নেটপাড়ায় ফাঁস হতেই শোরগোল! যেখানে মেনুতে জ্বলজ্বল করছে গোমাংসের সিঙাড়ার মতো পদ। শুধু তাই নয়, আরেকটি ভিডিওতে দেখা গেল, রামসংকীর্তণের আবহে জনা কয়েক মদ্যপান করছেন। দর্শক-অনুরাগীদের বিলাস-ব্যঞ্জনের জন্য হুক্কাও ছিল। তবে অনুষ্ঠানের খাবারের মেনু নিয়ে যত না আপত্তি, তার থেকেও বেশি চর্চা শুরু হয়েছে নেপথ্যে বাজতে থাকা রামভজন নিয়ে। কলমচি বিবেক বনসাল হিউস্টনের ‘রঙ্গোৎসব’ অনুষ্ঠানের নানা মুহূর্ত এক্স হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, রামনবমী উপলক্ষে মার্কিন মুলুকে হৃতিকের শো করা নিয়ে আপত্তি নেই। তবে হোলি উদযাপনের মুখোশ পরিয়ে তার অন্তরালে ওই অনুষ্ঠানে যেভাবে মদ-মাংস বিক্রি করা হয়েছে, সেটা লজ্জার বিষয়।
বনসালের এহেন পোস্টের পরই নেটপাড়াজুড়ে বিতর্কের ঝড়!

Advertisement

নেটিজেনদের একাংশের কাঠগড়ায় আয়োজকরা। তাঁদের অভিযোগ, উদ্যোক্তারা কি চোখে ঠুলি পড়েছিলেন? আবার কারও প্রশ্ন, হৃতিক রোশনের পক্ষে অনুষ্ঠানের মেনু নির্ধারণ করা সম্ভব নয় ঠিকই, কিন্তু উদ্যোক্তারা ভারতীয় হয়ে কীভাবে নিজের দেশের সংস্কৃতি কলুষিত করতে পারলেন? ওই কলমচির বিস্ফোরক দাবি, ‘অনৈতিক কার্যকলাপের জেরে ভারত থেকে ‘ব্ল্যাক লিস্টেড’ হওয়া রেহান সিদ্দিকিও উপস্থিতি ছিলেন ওই অনুষ্ঠানে। মার্কিন মুলুকে গিয়েও ভারত বিরোধী চক্রের সঙ্গে যুক্ত রেহান, কে তাকে অনুমতি দিয়েছিল এই অনুষ্ঠানে যোগ দেওয়ার?’ এহেন নানা কারণে হৃতিক রোশনের হিউস্টনে অনুষ্ঠানকে ঘিরে আপাতত চর্চার অন্ত নেই নেটপাড়ায়। যদিও বিবেক বনসালের পোস্ট করা ছবি-ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন।

খুব শিগগিরি পরিচালকের আসনে বসতে চলেছেন হৃতিক রোশন। যোগ্য উত্তরসূরী হিসেবে বাবা রাকেশ রোশনই তাঁকে ‘কৃশ ৪’ পরিচালনার গুরুদায়িত্ব দিয়েছেন। আর পরিচালক হিসেবে শিকে ছেড়ার প্রাক্কালেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন হৃতিক। আটলান্টা, হোস্টন, নিউ জার্সি থেকে শুরু করে শিকাগোর মতো একাধিক শহরে ‘ধুম মচাবেন’ অভিনেতা। 3Sixty Shows-এর আয়োজিত সেই শো নিয়েই বিতর্কের ঝড়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement