Advertisement
Advertisement

Breaking News

Bawaal trailer

বিশ্বযুদ্ধের মাঝেই ‘বাওয়াল’, বরুণ-জাহ্নবীর মধ্যে বাঁধল জোর লড়াই, দেখুন ভিডিও

কী নিয়ে এই লড়াই?

Bawaal trailer is out, Varun Dhawan and Janhvi Kapoor tussle in a ‘world war’ | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 9, 2023 8:12 pm
  • Updated:July 9, 2023 8:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে পড়া সহজ নয়। এ কথাটি বোঝাতে আসছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের ‘বাওয়াল’ (Bawaal)। নীতেশ তিওয়ারির পরিচালনায় জুটি বেঁধেছেন দু’জন। তবে ‘কাহানি মে ট্যুইস্ট’। আর সেই ট্যুইস্ট হল বিশ্বযুদ্ধ। হ্যাঁ, ট্রেলারে তেমন আভাসই মিলল।

Varun-Janhavi-1

Advertisement

ছবিতে অজয় দীক্ষিতের চরিত্রে অভিনয় করেছেন বরুণ (Varun Dhawan)। কোনও কাজ পারুক না পারুক কথা বলতে বেশ ভালভাবেই পারে অজয়। আর নিজের রোয়াব বজায় রাখতে এই কথাকেই হাতিয়ার করে। অজয় মনে করে সুন্দরী নিশার সঙ্গে বিয়ে করলে তাঁর রোয়াব আরও বেড়ে যাবে। বিয়ে হয়েও যায়। তারপর হানিমুন। এই হানিমুন থেকেই বিশ্বযুদ্ধের পর্ব শুরু হয়।

[আরও পড়ুন: ‘গাঁটছড়া’-সহ তিন তিনটে সিরিয়াল থেকে বাদ! কী বলছেন অভিনেত্রী সুচিস্মিতা চৌধুরী?]

ট্রেলার দেখে মনে হচ্ছে, বিশ্বযুদ্ধকে রূপক হিসেবে ছবিতে ব্যবহার করা হয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই শুরু হয় বরুণ-জাহ্নবীর প্রেমের লড়াই। এ লড়াইয়ের প্রভাব কী তা জানা যাবে আগামী ২১ জুলাই। সেদিন থেকেই আমাজন প্রাইম ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ‘বাওয়াল’।

 

প্রসঙ্গত, এই ‘বাওয়াল’ সিনেমার মাধ্যমেই পরিচালনায় ফিরলেন পরিচালক নীতেশ তিওয়ারি। ‘চিল্লার পার্টি’র মাধ্যমে পরিচালনা শুরু করেছিলেন তিনি। প্রথম ছবিতেই পান জাতীয় পুরস্কার। তারপর নীতেশ চর্চায় আসেন আমির খানের ‘দঙ্গল’ সিনেমার সৌজন্যে। ব্লকবাস্টার হয়েছিল সিনেমা। ২০১৯ সালে সুশান্ত সিং রাজপুতের ‘ছিঁছোরে’ সিনেমার পরিচালক ছিলেন নীতেশ। এবার বরুণ-জাহ্নবী জুটিকে নিয়ে বলছেন নতুন গল্প।

Varun Dhawan, Janhvi Kapoor in Bawaal Teaser | Sangbad Pratidin

[আরও পড়ুন: বিক্রমের শরীরে রনবীরের মাথা! ‘পারিয়া’র পোস্টার হয়ে গেল ‘অ্যানিম্যাল’, অসন্তুষ্ট তথাগত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement