Advertisement
Advertisement

Breaking News

Basabdatta Chatterjee

টলিপাড়ায় খুশির খবর, মা হতে চলেছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়!

অন্তঃসত্ত্বা হওয়ার কারণে অভিনয় জগৎ থেকেও নাকি বেশ কিছুদিন দূরে থাকবেন বাসবদত্তা। 

Basabdatta Chatterjee reportedly expecting her first child | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 7, 2022 7:09 pm
  • Updated:May 7, 2022 7:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় খুশির খবর। শোনা যাচ্ছে, মা হতে চলেছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta chatterjee)। জন্মদিনেই নাকি এই সুখবর এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে অভিনয় জগৎ থেকেও নাকি বেশ কিছুদিন দূরে থাকবেন বাসবদত্তা। 

Basabdatta Chatterjee

Advertisement

যদিও অভিনেত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই খবর নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। তবে, সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য একটি ভিডিও আপলোড করেছেন বাসবদত্তা। অভিনেত্রী জানান, প্রত্যেক বছরই অনেকে তাঁকে শুভেচ্ছা জানান। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ব্যক্তিগত স্তরেও জন্মদিনের শুভেচ্ছা পান বাসবদত্তা। প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অনেক সময় সম্ভব হয় না। তবে এই শুভেচ্ছা পেয়ে তাঁর যে খুবই ভাল লাগে, তা ভিডিও বার্তার মাধ্যমে জানান অভিনেত্রী। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Basabdatta chatterjee (@basabdatta.chatterjee)

[আরও পড়ুন: রবীন্দ্রনাথ-ওকাম্পোর সম্পর্কের গল্প ‘থিঙ্কিং অফ হিম’, কেমন হল ইন্দো-আর্জেন্টিনীয় ছবিটি?]

ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘গানের ওপারে’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে নিজের সফর শুরু করেন বাসবদত্তা। তারপর একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। সিনেমার জগতেও অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন বাসবদত্তা। ‘আসা যাওয়ার মাঝে’, ‘শ্রাবণের ধারা’, ‘রক্ত রহস্য’, ‘তখন কুয়াশা ছিল’র মতো ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছে। 

Basabdatta Chatterjee 2

শেষ পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত ‘অভিযান’ সিনেমায় দেখা গিয়েছিল বাসবদত্তাকে। প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি ছবিতে দীপা চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেন বাসবদত্তা। শোনা গিয়েছে, এবার অভিনয় জগৎ থেকে কিছুদিনের ছুটি নিচ্ছেন অভিনেত্রী। কারণ অবশ্যই আসন্ন সন্তান। এবছর তেমন একটা ধুমধাম করে জন্মদিনও পালন করছেন না বাসবদত্তা। তবে পরেরবার বেশ ঘটা করেই এই দিনটা পালন করবেন। কারণ তখন অভিনেত্রী সঙ্গে থাকবে তাঁর প্রথম সন্তান।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Basabdatta chatterjee (@basabdatta.chatterjee)

[আরও পড়ুন: সুইমিং পুলে ভিকিকে জড়িয়ে আদরে ভাসলেন ক্যাট, ‘জলেও লাগে আগুন!’ বলছেন অনুরাগীরা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement