Advertisement
Advertisement

Breaking News

Barkha Bisht

‘ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে’, প্রাক্তন স্বামী ইন্দ্রনীলের বিরুদ্ধে বিস্ফোরক বরখা!

কেন ইন্দ্রনীলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বরখা?

Barkha Bisht opens up on being cheated by ex-husband Indraneil Sengupta
Published by: Manasi Nath
  • Posted:March 31, 2025 2:36 pm
  • Updated:March 31, 2025 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ছিল যখন ইন্দ্রনীল সেনগুপ্ত- বরখা বিস্তের দাম্পত্যের রসায়ন অনুরাগী থেকে সমালোচক সকলেরই নজর কাড়ত। কিন্তু সেই সম্পর্কেও ফাটল ধরে। বিয়ের ১৪ বছর পর বিচ্ছেদের পথে হাঁটেন এই সেলিব্রিটি যুগল। বিচ্ছেদের পর কেটে গিয়েছে দুবছরেরও বেশি সময়। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী বরখা বিস্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তন স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। “ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে” এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বরখা। তিনি আরও দাবি করেছেন, “বিচ্ছেদের ঘটনা আমার শরীর-মনের উপর খুব খারাপ প্রভাব ফেলেছিল। সেই প্রভাব আমি আজও কাটাতে পারেনি। সেই সময় মানুষের উপর থেকে আমার সম্পূর্ণরূপে বিশ্বাস উঠে গিয়েছিল। এমনকী ভালোবাসা, বিয়ে এসব কিছুর ওপর থেকেও আমার বিশ্বাস উঠে গিয়েছে। আমার মনে হয় একজন পুরুষের প্রতারণার ও বিশ্বাসঘাতকতাই একজন মহিলাকে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে। আর আমি এই গোটা ঘটনার ভুক্তভোগী।” এর পাশাপাশি তিনি যোগ করেন, “ইন্দনীল নিজের কারণেই এই বিয়েটা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। যদি আমার হাতে সবটা থাকত তবে আমরা হয়তো এখনও স্বামী-স্ত্রী হিসাবে সুখে সংসার করতাম। আমাদের সুখের সংসার ছিল। কিন্তু শেষ চার বছর ধরে আমি অনবরত প্রতারিত হয়ে গিয়েছি। অনেককিছু বুঝতে পেরেছি। হয়তো সেগুলো না বুঝলেই ভালো হত। প্রতারণাটাকে হয়তো ইন্দ্রনীল বিচ্ছেদের সহজ উপায় ভেবেছিল। নিজের পছন্দ মতো কাজ করেছে।”

Advertisement

প্রসঙ্গত ইন্দ্রনীল-বরখার সম্পর্কে চিড় ধরার জন্য অভিনেত্রী ইশা সাহাকে অনেকেই দায়ি করেন। আবার বরখার সঙ্গে করণবীর মেহেরার প্রেমের গুঞ্জনও শোনা যায়। যদিও সেই গুঞ্জনকে একবারেই পাত্তা দিতে চান না অভিনেত্রী। অন্যদিকে ইশাকে নিয়ে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা। বর্তমানে নিজের আগামী ছবি ‘পুরাতন’-এর প্রচারে ব্যস্ত ইন্দ্রনীল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement