Advertisement
Advertisement

Breaking News

ভাষ্যপাঠে ‘গ্র্যামি’র পর, এবার ‘এমি’ পুরস্কার জয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার

নেটফ্লিক্সে প্রচারিত তথ্যচিত্র ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস’ এর জন্য পুরস্কার পেলেন ওবামা।

Barack Obama wins Emmy for narrating national parks series | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 5, 2022 5:16 pm
  • Updated:September 5, 2022 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাক ওবামার কণ্ঠস্বরটি চমৎকার, একথা অনেকেই বলে থাকেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বরাবরই কোনও একটি বিষয়ের উপর বলতে শুরু করলে গলার মডিউলেশনের কারণে স্বরনিক্ষেপের কারণে তা একটা আলাদা মাত্রা পায়। যেখানে তিনি চান, প্রয়োজনে শ্রোতাকে আবেগে ভাসাতে পারেন, আবার কোনও আদর্শে উদ্বুব্ধ করে তাঁদের উত্তেজিতও করতে পারেন। এই বিষয়টি তাঁর রাজনৈতিক কেরিয়ারে মানুষ বারবারই দেখেছে। কিন্তু অসাধারণ কথা বলার ক্ষমতা সম্পন্ন এক মানুষ যে কেবল রাজনৈতিক স্বার্থে সেই গুণকে ব্যবহার করবেন এমন মাথার দিব্যি তো নেই। তাই ওবামা রাজনীতিকে ছাড়িয়েও বারবার নানা ক্ষেত্রে নিজের কথক সত্তাকে উপস্থাপন করেছেন।

তাঁর সাম্প্রতিকতম প্রয়াসটি ছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত তথ্যচিত্র ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস’। এখানেও তাঁর বর্ণনাগুণ অসামান্য। আর মিলে গেল তার স্বীকৃতিও। শনিবার এর জন্য ‘এমি’ পুরস্কার পেলেন তিনি।

Advertisement

এই প্রসঙ্গে উল্লেখ করা দরকার, এর আগে ওবামা দু’টি গ্র্যামি অ্যাওয়ার্ড পান। এর মানে দাঁড়াল, অস্কার এবং টনি অ্যাওয়ার্ড পেলেই ইজিওটি (এমি, গ্র্যামি, অস্কার ও টনি) ক্লাবে পৌঁছে যাবেন তিনি। এর আগে এই ক্লাবে স্থান পেয়েছেন মেল ব্রুকস, উপি গোল্ডবার্গ, অড্রে হেপবার্ন এবং জেনিফার হাডসন-এর মতো দিকপালরা। বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় উদ্যানগুলো নিয়ে পাঁচ পর্বে বিভক্ত এই তথ্যচিত্রটি বারাক ও মিশেল ওবামার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাইয়ার গ্রাউন্ড’ থেকে নির্মিত হয়েছে। এর আগে নিজের স্মৃতিকথা ‘দি অডাসিটি অব হোপ’ এবং ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’-এর অডিও ভার্সানের জন্য তিনি গ্র্যামি পুরস্কার পেয়েছেন। ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসাবে অবসর পাওয়ার পর স্ত্রীকে নিয়ে নিজের স্মৃতিকথা লেখেন। এছাড়া তিনি অলাভজনক একটি ফাউন্ডেশন এবং প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। একইসঙ্গে নেটফ্লিক্সের সঙ্গে কয়েক হাজার মিলিয়ন ডলারের চুক্তি করেন।

[আরও পড়ুন: আসছে ‘আশিকি ৩’, বলিউডের জনপ্রিয় প্রেমের ছবিতে এবার নায়ক কার্তিক আরিয়ান]

নেটফ্লিক্সের জন্য বারাক ওবামা দম্পতির প্রথম তথ্যচিত্র হল ‘আমেরিকান ফ্যাক্টরি’। এই তথ্যচিত্রটি যেমন অস্কার পেয়েছে, তেমনি পেয়েছে গ্র্যামিও। তবে দু’টি পুরস্কারই পেয়েছেন নির্মাতারা। ওবামা দম্পতি এখান থেকে কিছুই পাননি।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রিয়‌্যালিটি শো ‘দি অ্যাপ্রেনটিস’-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেননি। এমিতে বারাক ওবামার প্রতিযোগীদের মধ্যে ছিলেন প্রাক্তন এনবিএ তারকা ‘ব্ল্যাক পেট্রিয়টস: হিরোজ অব দি সিভিল ওয়ার’-খ্যাত কারিম আবদুল-জব্বার, ‘সেরেঞ্জেটি- ২’ খ্যাত অভিনেত্রী লুপিটা নাইয়ং এবং ‘দি মেটিং গেম’-খ্যাত বিশিষ্ট প্রকৃতিবাদী ডেভিড অ্যাটেনবোরো । উল্লেখ্য, পুরস্কারের দিক দিয়ে বিচার করলে আরও একটি কথা বলা দরকার ওবামা প্রসঙ্গে। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি নোবেল শান্তি পুরস্কার পান। তবে কণ্ঠদানের জন্য পুরস্কার পাওয়ার একটা আলাদা শান্তি আছে, তাতে সন্দেহ নেই।

[আরও পড়ুন: জল্পনাই সত্যি! দেবের উপস্থাপনায় ‘বিনোদিনী’ রুক্মিণী, ফার্স্টলুকে ‘চৈতন্য লীলা’ নাটকের দৃশ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement