Advertisement
Advertisement
Bappi Lahiri

‘বাবার পোশাকের জন্য স্কুলে কটূক্তি শুনতে হত!’ বিস্ফোরক বাপি লাহিড়ীপুত্র বাপ্পা

কী বললেন বাপ্পা লাহিড়ী?

Bappa Lahiri recalls being 'ragged' in school because of dad Bappi Lahiri | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 23, 2022 2:57 pm
  • Updated:February 23, 2022 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাপি লাহিড়ীর (Bappi Lahiri) চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর পরিবার। ঘরে ছড়িয়ে থাকা স্মৃতিগুলো আঁকড়ে পড়ে রয়েছেন সুরকারের স্ত্রী, মেয়ে ও পুত্র। তাঁরা যত্নে গুছিয়ে রাখছেন বাপি লাহিড়ীর ব্যবহার করা জিনিসপত্র। বার বার শুনছেন তাঁর সৃষ্টি করা অসামান্য সব গান।

সেই স্মৃতি সঙ্গে নিয়ে সম্প্রতি এক ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিলেন বাপি লাহিড়ীপুত্র বাপ্পা লাহিড়ী (Bappa Lahiri)। বাপি লাহিড়ীর ছেলে হওয়ার কারণে, কীভাবে স্কুলে তাঁকে কটাক্ষের মুখে পড়তে হত, তা জানিয়েছেন সেই সাক্ষাৎকারে।

Advertisement

এই সাক্ষাৎকারে বাপ্পা জানান, ”স্কুলে পড়ার সময় স্কুলের বন্ধুরা বাবাকে নিয়ে নানারকম রসিকতা করত। রীতিমতো আমাকে কটাক্ষ করা হত। আসলে আমার বাবা সবসময়ই সেজে গুজে থাকতে ভালবাসতেন। সোনার গয়না পরতেন, চোখে রোদচশমা পরতেন। সব সময়েই খুব ঝলমলে পোশাক পরতেন। আর সেটা নিয়েই আমার বন্ধুরা মশকরা করত। ছোটবেলায় আমার মোটেই সেটা ভাল লাগত না। রাগ হত, বাবাকে বহুবার বলেছি। কিন্তু বাবা কথা শোনেননি। তবে বড় হওয়ার পর বুঝতে পারি, মিউজিক ইন্ডাস্ট্রিতে থাকতে হলে এরকম পোশাক পরা খুব দরকার। আর সবচেয়ে বড় বিষয় হল আমার বাবার এটা ভাল লাগত!”

[আরও পড়ুন: সঙ্গমে রাজি? মিলবে অভিনয়ে সুযোগ! পরিচালকের মেসেজের স্ক্রিনশট শেয়ার উরফির]

Bappi Lahiri on his illness and lost voice

চোখে সানগ্লাস। পরনে ঝলমলে পোশাক। গা ভরতি সোনা। গলায় ঝুলন্ত পান্নাখচিত সোনার গণেশের লকেট। শুধু গানে নয়, বাপিদার স্টাইল স্টেটমেন্টও ছিল নজরকাড়া। যেহেতু বরাবরই পপ, হিপহপ গানের ভক্ত ছিলেন বাপি লাহিড়ী, তাই পাশ্চাত্যের হিপহপ গায়কদেরই অনুসরণ করতেন তিনি। শুধু তাই নয়, কনসার্টের সময় সোনার (Gold) চেন পরতেন এলভিস। তাঁকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন ভারতের ‘ডিস্কো কিং’।

তবে শুধু ফ্যাশনের জন্য নয়, বাপি লাহিড়ীর কাছে সোনা ছিল লাকি। যখনই কোনও গান বা অ্যালবাম হিট করত, তখনই সোনা কিনতেন বাপি লাহিড়ী। আর এভাবেই তাঁর সংগ্রহে একে একে জমা হয় নতুন নতুন সোনার গয়না। রোজই নিয়ম করে সোনার গয়না বদল করে পরতেন তিনি। গলায় ঝুলত আটটি সোনার চেন। ঘনিষ্ঠ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাপিদা নিজেই যত্ন করতেন তাঁর সোনার। কেউ তাঁর সোনার কালেকশন ছুঁয়ে দেখুক, একেবারেই পছন্দ ছিল না তাঁর। সোনার প্রতি এতটাই ভালবাসা ছিল বাপি লাহিড়ীর।
২০১৪ সালে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দেন বাপি লাহিড়ী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। সেই সময় যে হলফনামা জমা দিয়েছিলেন। সেই অনুযায়ী মোট ৭৫৪ গ্রাম সোনার মালিক কিংবদন্তি সংগীত পরিচালক।

[আরও পড়ুন: উঠেছে নিষেধাজ্ঞা, দু’বছর পর ভারত সফরে বাংলাদেশি তারকা ফিরদৌস ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement