Advertisement
Advertisement
Tahsan Rahman Khan

ফের বিয়ে করছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান! মিথিলার প্রাক্তন স্বামীর নতুন স্ত্রী কে?

২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। এরপর টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।

Bangladeshi Singer Tahsan Rahman Khan maried once again
Published by: Akash Misra
  • Posted:January 4, 2025 12:06 pm
  • Updated:January 4, 2025 3:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ বছর বৈবাহিক সম্পর্কে থাকার পর অভিনেত্রী তথা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানের। বাংলাদেশের সংবাদমাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী, মিথিলার প্রাক্তন স্বামী তাহসান ফের বসলেন বিয়ের পিঁড়িতে। জানা গিয়েছে, ওপার বাংলার জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমদকে নাকি স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন তাহসান।

তবে এ খবর রটে গেলেও, এমনকী, বিয়ের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও, তাহসান অবশ্য বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে জানিয়েছেন, ”বিয়ে এখনও হয়নি, শনিবার সন্ধ্যায় সবটা জানাবেন। এই ছবি শুক্রবার ঘরোয়া অনুষ্ঠানে তোলা।”

Advertisement

জানা গিয়েছে, রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্কে পড়াশোনা করেছেন। সোশাল মিডিয়ায় খুবই জনপ্রিয় তিনি। ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাঁরা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। এরপর টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক, শুধু ওপার বাংলায় নয়, তাঁর প্রতিভার জন্য দুই বাংলাতেই দারুণ জনপ্রিয়। গত বছর জুন মাসে তাহসান জানিয়ে ছিলেন, জটিল রোগে আক্রান্ত হওয়ার কথা। খবর অনুযায়ী, এই রোগে আক্রান্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর কণ্ঠস্বর। জানা গিয়েছে, এই রোগের ফলে তিনি হয়তো কখনও আর গান গাইতে পারবেন না। কণ্ঠস্বর হারাতে পারেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসান নিজেই জানান এই রোগে আক্রান্ত হওয়ার কথা। তাহসান জানিয়েছেন কণ্ঠনালির হেটেরোটোপিয়া নামে একটি রোগে ভুগছেন তিনি। এই সমস্যায় ভোকাল কডের আকার পরিবর্তন হয়ে যায়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় কণ্ঠস্বর। ২০১৮ সালে এই সমস্যার শুরু।
‘‘একটা সময় খুব ভয় পেয়েছিলাম, হয়তো আর গাইতে পারব না। গত ৬ বছরে বুঝেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় রয়েছে, আর কখন নেই। এ জন্য এখন গান গাওয়াও কমে গেছে। এই সমস্যার চিকিৎসাও চলছে। এ জন্য জীবনযাত্রাতেও পরিবর্তন এসেছে। বদলেছে খাদ্যাভ্যাসও।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement