Advertisement
Advertisement

Breaking News

Nobel Singer

‘এখন শুধু মৃত্যুর অপেক্ষা!’ নোবেলের নতুন পোস্টে শোরগোল, হঠাৎ কী হল গায়কের?

নোবেলের পোস্ট দেখে দুশ্চিন্তায় অনুরাগীরা।

Bangladeshi SInger nobel facebook post goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 11, 2023 2:33 pm
  • Updated:April 11, 2023 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় গানের জন্য়ই সাধারণের মনের কাছে পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশের গায়ক নোবেল। যার এদেশে এন্ট্রি রিয়্যালিটি শো সারেগামাপা থেকে। তবে যত দিন এগিয়েছে, নোবেল একের পর এক বিতর্কের মুখে পড়েছেন। কখনও রবিঠাকুরের গানের অপমান, তো কখনও প্রাক্তন স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি। কখনও আবার ব্যক্তিগত জীবনের নানা কথা নিজেই প্রকাশ্যে এনে বার বার বিতর্ককে কাছে ডেকেছেন। আর এবার ফেসবুক পোস্টে মৃত্যুর কথা লিখে শোরগোল ফেলে দিলেন নোবেল।

Advertisement

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন নোবেল। যেখানে তিনি লিখেছেন, ”সব অপ্রত্যাশিত ঘটনাগুলো আমার জীবনে ঘটে চলেছে। হৃদয় ভেঙেছে, ড্রাগস ও মাদক এসেছে। মাথায় ৭০টা সেলাই। এসব দেখে প্রাক্তন স্ত্রী খুশি হয়েছে। কেরিয়ার নষ্ট হয়েছে। এখন শুধু একটা জিনিসের অপেক্ষা। তা হল মৃত্যু। প্রিয় এবার তুমি আসতে পার। তোমার জন্য আমি তৈরি!”

[আরও পড়ুন: চুমু কাণ্ডে মিকাকে অবশেষে ক্ষমা করলেন রাখি, মামলা তুলতে হাই কোর্টে হাজির গায়ক ]

নোবেলের এই পোস্ট দেখে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মধ্য়ে কেউ কেউ মনে করছেন এটা একেবারে পাবলিসিটি স্টান্ট। অনুরাগীরা অবশ্য় নোবেলের এমন পোস্ট দেখে দুশ্চিন্তায়।

[আরও পড়ুন: ভিএফএক্স নয়, শরীরের সিক্স প্যাক একেবারে আসল, জামা খুলে দেখালেন সলমন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement