সুকুমার সরকার, ঢাকা: বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় এবার এগিয়ে এলেন বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও শবনম বুবলি। বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কাপড় কিনে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দের উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন এই দুই অভিনেত্রী। বুবলি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় কিনে নিলাম বিদ্যানন্দের কাছ থেকে। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে।
এদিকে মিম ১০০ কাপড়ের দামে একটি জামা কিনেছেন বলে জানিয়েছে বিদ্যানন্দ। একুশে পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি তাদের ফেসবুক পেজে লিখেছে, চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছেন ১০০ কাপড়ের দামে। জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সঙ্গে যুক্ত মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।
এর আগে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ১ লাখ টাকায় একটি লুঙ্গি কিনে সামর্থ্যবান সবাইকে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এরপরই বিদ্যানন্দের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন বুবলি ও মিম। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬ টা ১৫ নাগাদ রাজধানী ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নয়। কিন্তু তার আগেই আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হন ছয় হাজার ব্যবসায়ী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.