Advertisement
Advertisement

Breaking News

Tasnia Farin

‘অসময়’ সিরিজে তাসনিয়ার সুসময়, এপার বাংলার মন জয় করলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী

‘অসময়’-এর জনপ্রিয়তার নেপথ্যে কি?

Bangladeshi Actress Tasnia Farin's on new series Asamay| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 2, 2024 4:06 pm
  • Updated:February 2, 2024 4:43 pm  

শম্পালী মৌলিক: কিছুদিন আগেই এপার বাংলায় সেরা সম্ভাবনাময় অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন তাসনিয়া ফারিন, ডব্লুবিএফজেএ অ‌্যাওয়ার্ডে, অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ ছবির জন‌্য। বছরটা দারুণ শুরু হয়েছে তাসনিয়ার। ‘বঙ্গ’ অ‌্যাপ-এ এসেছে তাঁর অভিনীত ওয়েব ফিল্ম ‘অসময়’। ইতিমধ্যেই রেকর্ড সংখ‌্যক মানুষ সেটা দেখে ফেলেছেন আর তাসনিয়ার অভিনয় অত‌্যন্ত প্রশংসিত। তাঁকে ফোনে ধরতেই বাংলাদেশ থেকে বললেন, “মানুষের ভালো লাগছে ‘অসময়’ এটাই বড় প্রাপ্তি। বাংলাদেশ তো বটেই কলকাতা থেকেও বহু দর্শকের ভালো প্রতিক্রিয়া পেয়েছি। পরিচালক কাজল আরেফিন অমির এটাই প্রথম ওয়েব ফিল্ম। আমি ওঁর সঙ্গে আগে বেশকিছু কাজ করেছি। যেমন আমার কেরিয়ারের অন‌্যতম টার্নিং পয়েন্ট ‘এক্স বয়ফ্রেন্ড’ ওঁর পরিচালনায়। তবে ওটিটিতে এই প্রথম অমির সঙ্গে কাজ করলাম।” ‘বঙ্গ’ অ‌্যাপ ডাউনলোড করে সাবস্ক্রাইব করলে বাংলাদেশ, ভারত ও অন‌্য জায়গা থেকে দেখা যাচ্ছে। ৩০ জানুয়ারি ছিল তাসনিয়ার জন্মদিন, পরদিন দুপুরে কথা বলতে বলতে জানালেন, জন্মদিনও কাজেই কেটেছে তাঁর।

‘অসময়’-এর জনপ্রিয়তার নেপথ্যে কি? তাসনিয়া বলছেন, “এই গল্পটা বাস্তবতা ও সময়ের মিশ্রণে। আমার চরিত্র ‘উর্বি’ নিম্নমধ‌্যবিত্ত পরিবারের মেয়ে। বেসরকারি ইউনিভার্সিটিতে পড়তে যায়, সেখানে তার নতুন বন্ধুমহল হয়, জীবনে বদল আসে। তারপর কাকতালীয়ভাবে অপরাধচক্রে সে জড়িয়ে যায়। এমনকী তাকে জেলেও যেতে হয়। এবার সে দোষী না নির্দোষ প্রমাণ হওয়ার পর্ব। সেই পর্বে একটা মানুষের জীবনের কতটা সময় নষ্ট হয়ে যেতে পারে সেটাই দেখার।”এই সিরিজে আর একটি প্রধান চরিত্রে রয়েছেন রুনা খান। গত বছরটা তাসনিয়ার রীতিমতো ঘটনাবহুল ছিল।

Advertisement

[আরও পড়ুন: মুম্বই মেট্রোতে রবিনা ট্যান্ডনকে ছেঁকে ধরল ভক্তরা, সেলফি তোলার জন্য কেলেঙ্কারি কাণ্ড!]

নাটক-ওটিটির প্রচুর কাজ করেছেন, বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, ৫টি কনটিনেন্ট ঘুরেছেন। এই বছরেও ভ‌্যালেন্টাইনস ডে-তে নতুন নাটকে তাঁকে পাওয়া যাবে, এছাড়া ওটিটি-র কাজের কথাও চলছে। এপারে একটি সিনেমার কথা হচ্ছিল তাঁর। সেই প্রসঙ্গে জানালেন, বিপ্লব গোস্বামীর সঙ্গে ‘পাত্রী চাই’ ছবিটার কথা এগিয়েছিল অনেকটা। তবে আর কোনও আপডেট নেই যে, ওটা আদৌ হবে কি না। তবে সিনেমা করা নিয়ে তাড়া নেই তাসনিয়ার, কারণ নাটকে-ওটিটি-তে মনের মতো কাজ তো করতে পারছেন তিনি, হেসে জানালেন।

[আরও পড়ুন: পুনম পাণ্ডের মৃত্যু! স্তম্ভিত অনুরাগীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement