Advertisement
Advertisement

Breaking News

Tanjin Tisha

আত্মহত্যার চেষ্টা অভিনেত্রী তানজিন তিশার! খবর রটতেই মুখ খুললেন বাংলাদেশের অভিনেত্রী

কী বললেন অভিনেত্রী?

Bangladeshi Actress Tanjin tisha facebook post goes Viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 17, 2023 9:14 am
  • Updated:November 17, 2023 9:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই সোশাল মিডিয়ায় রটে গেল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নাকি আত্মহত্যার চেষ্টা করেছেন। রটে গেল ঘুমের ওষুধ খেয়েই এমন কাণ্ড ঘটানোর চেষ্টা করেছিলেন অভিনেত্রী। এমনকী, ছড়িয়ে যায় হাসপাতালেও নাকি তাঁকে ভর্তি করা হয়। শুধু তাই নয়, গুঞ্জনে শোনা যায় অভিনেতা  ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক রয়েছে।  ফারহানের সঙ্গে অশান্তির কারণেই নাকি তিশার আত্মহত্য়ার চেষ্টা। ফেসবুক, ইনস্টাগ্রামে দাবানলের মতো এমন খবর যে ছড়িয়ে পড়েছে, তা কানে যায় অভিনেত্রী তিশারও। সঙ্গে সঙ্গেই সত্য়িটা জানাতে নিজেই মাঠে নামেন অভিনেত্রী।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটা লম্বা পোস্ট দেন তিশা। সেখানে লেখেন, ”আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পুর্ণ সুস্থ। আরও  একটু বিষয় বলতে চাই, আমার বাবা দুবছর আগে বাবা মারা যায় এবং বিষয়টি আমাকে এতোটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোন মানুষ অথবা যেকোন মানুষের জন্যই জীবনে নেব না। সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই।

Advertisement

[আরও পড়ুন: ১৬ দিন গলায় আটকে ভেটকির তিন ইঞ্চি কাঁটা! রাজ্যের সরকারি হাসপাতালে ‘পুনর্জন্ম’ মহিলার]

তিশা আরও লেখেন, ”আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনও কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্ল্যেখ করে স্পেশালি [আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ ] যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সঙ্গে প্রেস কনফারেন্স করব। ধন্যবাদ।” অন্যদিকে এ বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা ফারহান। 

সম্প্রতি তিশাকে দেখা গিয়েছিল ‘কারাগার’ ওয়েব সিরিজে। এই মুহূর্তে বাংলাদেশে বেশ কয়েকটি ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। তার মধ্য়েই এমন খবর রটে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ তানজিন তিশা। 

[আরও পড়ুন: মোদির চোখে জল, ‘ঠিক যেন তেরে নাম-এর সলমন খান!’, কটাক্ষ প্রিয়াঙ্কার]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement