Advertisement
Advertisement

Breaking News

Pori Mani

অসুস্থ নাকি অভিনয়? মাদক মামলার শুনানির আগে হাসপাতালে ভরতি হওয়ায় বিতর্কে পরীমণি

চলতি মাসেই প্রকাশ্যে এসেছে পরীমণির অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর।

Bangladeshi Actress Pori Moni is not present at the court for the drug case | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 2, 2022 12:46 pm
  • Updated:February 2, 2022 1:52 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের বহু চর্চিত অভিনেত্রী পরীমণি (Pori Moni) অসুস্থ থাকায় তার বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলার সাক্ষ্য গ্রহণের শুনানি পিছিয়ে গেল। আগামী ১ মার্চ এই মামলার সাক্ষ্য গ্রহণের শুনানির দিন ঠিক করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মহম্মদ নজরুল ইসলাম মঙ্গলবার এ আদেশ দিয়েছেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মাহাবুবুল হাসান জানিয়েছেন, পরীমণি অসুস্থ। তিনি অন্তঃসত্ত্বা। জ্বরে আক্রান্ত। কেননা দুদিন আগেই শুটিং করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং হাসপাতালেও ভরতি হয়েছিলেন। এসব কারণ উল্লেখ করে সময় চেয়ে পরীমণির আইনজীবী আবেদন করেন। আর তা নিয়েই নতুন করে বিতর্কের মুখে পড়লেন পরীমণি। অনেকের মতে, শুনানি এড়াতে, আইনজীবীর পরামর্শ মেনেই নাকি পরীমণি হাসপাতালে ভরতি হয়েছেন। পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার বিচার প্রক্রিয়ার গতি এমনিতেই শ্লথ। তার মধ্যে পরীমণি অসুস্থ হওয়ায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেল।

[আরও পড়ুন: রাজ-পরী! বিয়ের ছবি শেয়ার করে রাজের প্রতি প্রেম উজাড় করলেন পরীমণি ]

এদিকে এ মামলার বাদী র‌্যাব ১-এর ডিএডি মজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত সাক্ষ্য নেওয়ার নতুন দিন ঠিক করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে আদালতে। মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম ও কবির হোসেন। জামিনে থাকা এ দুই আসামি মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন। গত বছরের ৪ আগস্ট রাজধানী ঢাকার বনানীতে পরীমণির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, গায়ে জ্বর নিয়ে হাসপাতালে ভরতি হন পরীমণি। করোনা সন্দেহে তাঁকে ভর্তি করা হয়েছে ঢাকা হাসপাতালে। পরিচালক অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির শুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন পরীমণি। সংবাদ মাধ্যমকে পরিচালক জানিয়েছেন, শুটিং করতে এসেই পরীমণি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই আমরাও শুটিং বন্ধ করে দিই। তবে পরীমণি শুটিং বন্ধ করতে বারণ করেছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভরতি করা হয় তাঁকে।

গত ১৭ অক্টোবরই শরিফুল রাজের সঙ্গে বিয়েটা সেরে ফেলেন পরীমণি। তবে সেই বিয়ের খবর খুব একটা প্রকাশ্যে আসেনি। তবে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর রটতেই বিয়ের ব্যাপারটি সামনে আসে। এক সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন, আসলে গত বছরের বিয়ের অনুষ্ঠান তেমন জাঁকজমকপূর্ণ ছিল না। তাই এবারটা একেবারে বরবউ সেজে করলাম। সংবাদমাধ্যমের কাছে একই কথা বলেছেন, রাজও। তাঁর কথায়, ‘আগের বিয়েতে আমরা আয়োজন করে ছবি তুলতে পারিনি। ছবি তুলতেই নতুন করে বিয়ে করেছি বলা যায়’।

[আরও পড়ুন: ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানের নাম ঠিক করে ফেলেছেন পরীমণি! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement