Advertisement
Advertisement

Breaking News

Pori Moni

গ্রেপ্তারি পরোয়না জারির ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমণি

সোমবার সকালেই তিনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জামিনের আবেদন করেছিলেন। তা মঞ্জুর হয় বলে জানিয়েছেন নায়িকার আইনজীবী।

Bangladeshi actress Pori Moni gets bail after surrenders into Dhaka Court
Published by: Sucheta Sengupta
  • Posted:January 27, 2025 11:51 am
  • Updated:January 27, 2025 12:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির ২৪ ঘণ্টার মধ্যেই স্বস্তি বাংলাদেশি অভিনেত্রী পরীমণির। সোমবার সকালেই তিনি ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) তাঁর জামিন মঞ্জুর করেছেন। এই তথ্য জানান পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত। ফলে আপাতত এই মামলায় স্বস্তিতেই নায়িকা।

Advertisement

ঘটনা ২০২১ সালের। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ অভিযোগ করেন, ওই সময় পরীমণি ও তাঁর সহযোগীরা সাভারের একটি অভিজাত ক্লাবে ঢুকে শৌচালয় ব্যবহার করেন। পরে ক্লাবের ভিতরে বসে মদ্যপান করেন। রাত ১টার পর ক্লাব ছেড়ে আসার সময় পরীমণি নাসির উদ্দিন মাহমুদকে ডাক দেন। একটি অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমণি তাঁকে গালমন্দ করেন, পরে তাঁর দিকে একটি গ্লাস ছুড়ে মারেন অভিনেত্রী, যা তাঁর মাথায় ও বুকে লাগে। অভিনেত্রী তাঁকে হত্যার চেষ্টা বলে অভিযোগ করেন মাহমুদ। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের এপ্রিলে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।

এর আগে একাধিকবার ঢাকার সিজেএম আদালত পরীমণিকে সশরীরে হাজিরা দেওয়ার কথা বললেও তিনি এড়িয়ে যান। শেষমেশ রবিবার পরীমণি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। সোমবারই অবশ্য অভিনেত্রী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তা মঞ্জুর করেছেন বিচারক। এর আগে শনিবার পরীমণি ফেসবুক পোস্টে দেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে রীতিমতো গর্জে উঠেছিলেন। জানিয়েছিলেন, অন্যায় তিনি সহ্য করবেন না এবং প্রতিবাদ চালিয়ে যাবেন। তাঁর মনে হয়েছিল, নিজের দেশে পরাধীন হয়ে থাকতে হচ্ছে। এই পোস্টের পর নায়িকার অবস্থান নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয়েছিল। তবে তখনও তিনি বুঝতে পারেননি যে পরেরদিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তাঁরই বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement