Advertisement
Advertisement

Breaking News

Nusraat Faria

বাড়িতেই অজ্ঞান! গুরুতর অসুস্থ নুসরত ফারিয়া, কেমন আছেন বাংলাদেশি অভিনেত্রী?

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী।

Bangladeshi actress Nusraat Faria reportedly Hospitalized | Sangbad Pratidin

ছবি: ফেসবুক

Published by: Suparna Majumder
  • Posted:February 9, 2024 9:05 pm
  • Updated:February 9, 2024 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ নুসরত ফারিয়া (Nusraat Faria)। শোনা গিয়েছে, বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশি অভিনেত্রী। আচমকাই জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিরিশ বছরের তারকা।

Nusraat Faria

Advertisement

দুই বাংলাতেই নুসরতের জনপ্রিয়তা রয়েছে। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলার বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেছেন নুসরত। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে, ‘হিরো ৪২০’, ‘বিবাহ অভিযান’, ‘বস ২’, ‘আবার বিবাহ অভিযান’-এর মতো সিনেমা। রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’-এ নুসরতের নাচ দর্শকদের মুগ্ধ করেছিল। এমনিতে ফিটনেস নিয়ে বেশ সচেতন অভিনেত্রী। আচমকা কী হল?

[আরও পড়ুন: কল্পনা-বাস্তবের লুকোচুরি খেলায় ছেলেবেলার স্মৃতি ফেরাল ‘ভূতপরী’, পড়ুন রিভিউ]

বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে নাকি অভিনেত্রীর মা ফিরদৌসি পারভিন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে নুসরতের খাওয়া-দাওয়ার ঠিক ছিল না। ঘনঘন অনিয়ম হচ্ছিল। এমনিতেই অভিনেত্রীর গ্যাসট্রিকের সমস্যা ছিল। কিন্তু কী কারণে অসুস্থতা, তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি।

Nusraat-Faria-2
ছবি: ফেসবুক

এর মধ্যেই আবার সোশাল মিডিয়ায় এই ছবিটি ছড়িয়ে পড়েছে। যাতে নুসরতকে হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় দেখা যাচ্ছে। ছবিটি সত্যতা এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু এমন ছবি দেখে অভিনেত্রীর অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা। সূত্রের খবর, নুসরতের বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্ট এলেই চিকিৎসকরা অভিনেত্রীর জ্ঞান হারানোর কারণ জানতে পারবেন।

[আরও পড়ুন: প্রেমদিবসে মনের মানুষকে প্রেম নিবেদন করতে চান? এই ৬টি বিষয় অবশ্যই মাথায় রাখুন ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement